আশা করি সবাই ভালো আছেন। আজ যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীই জানেন না। কিন্তু ব্যাপারটি খুবই গুরুতর এবং আজকাল Dark Web এর শব্দটি প্রায়ই সামনে আসছে।
ডার্ক ওয়েব হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উপাদান যা ডার্ক নেটে বিদ্যমান। আচ্ছাদিত নেটওয়ার্ক, যা পাবলিক ইন্টারনেট ব্যবহার করে কিন্তু এতে প্রবেশ করতে নির্দিষ্ট সফটওয়্যার, কনফিগারেশন বা অনুমোদনের প্রয়োজন হয়। ডার্ক ওয়েব ডিপ ওয়েবের একটি অংশ মাত্র, সে অংশ সাধারন সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করতে পারে না। যদিও কখনও কখনও "ডিপ ওয়েব" শব্দটি ভুল করে ডার্ক ওয়েবকে বুঝাতে ব্যবহার করা হয়।
ডার্ক ওয়েবকে গঠনকারী ডার্কনেটে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্রেন্ড-টু-ফ্রেন্ড, পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক, সেইসাথে থাকে ফ্রিনেট, আইটুপি ও টরের মতো বড় বড় নেটওয়ার্ক, এবং এসব নেটওয়ার্ক পরিচালিত হয় পাবলিক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের দ্বারা। ডার্ক ওয়েব ব্যবহারকারীরা তাদের এনক্রিপশনবিহীন প্রকৃতির কারনে সাধারন ওয়েবে ক্লিয়ারনেট হিসাবে পরিচিত। টর নেটওয়ার্ক অনিয়ন ল্যান্ড হিসাবেও পরিচিত, এর কারন ডিপ ওয়েবের একটি উচ্চ পর্যায়ের ডোমেইন সাফিক্স ডট অনিয়ন এবং নিজেকে আড়াল করে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি অনিয়ন রাউটিং।
ডার্ক ওয়েব এ প্রবেশ করতে হলে (এখানে ক্লিক করে) সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। সফটওয়্যার টি উইন্ডোজ এর জন্য। এই সফটওয়্যার টি লাগবে, কারণ সাধারন ব্রাউজার দিয়ে ডার্কওয়েবে প্রবেশ করতে হয়। এজন্য Tor Browser ব্যবহার করা হয়। আমি যে সফটওয়্যার এর লিঙ্কটি দিলাম সেটি একটি Modified Version. এতে আপনি এক্সট্রা হিসেবে প্রচুর লিঙ্ক Bookmark করা অবস্থায় পাবেন। তাই আপনাকে ডার্ক ওয়েবে গিয়ে খুঁজে খুঁজে ওয়েবসাইটগুলো বের করতে হবে না।
সফটওয়্যার টি ডাউনলোড করার পর Winrar বা 7-Zip এর সাহায্যে এক্সট্রাক্ট করে নিন। এবার torbrowser_install.exe ফাইলে ডাবল ক্লিক করুন এবং ইন্সটল করুন। এবার ডেস্কটপ থেকে Start Tor Browser এ ক্লিক করুন। উপরের Bookmark Bar থেকে যেকোন একটিতে ক্লিক করে আপনি ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারবেন। এক্সট্রাক্ট করা ফোল্ডারে আপনি একটি টেক্সট ডকুমেন্টে ডার্ক ওয়েবের কিছু সার্চ ইঞ্জিনের লিঙ্ক পাবেন। এটি বোনাস...
আর একটি কথা, সফটওয়্যার টি ইন্সটল করা অবস্থায় আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যার টি Disable করে রাখুন। অন্যথায়, ভাইরাস হিসেবে ডিলেট হয়ে যেতে পারে। Avast Antivirus ডিসেবল করতে Taskbar এ Avast এর আইকনে রাইট ক্লিক করে Avast Shields Control এ গিয়ে Disable Permanently করে দিন। অন্যান্য অ্যান্টিভাইরাস এর ক্ষেত্রেও মোটামোটি এইভাবেই করতে পারবেন। ধন্যবাদ।
আমি সোহেল বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।