ডাউনলোড সাইটগুলো থেকে ডাউনলোডে হয়রানী? আজ হয়ে যাক সমাধান!

আসসালামু আলাইকুম!
আজ আমি আপনাদের সাথে ডাউনলোড সমস্যা নিয়ে আলোচনা করবো!
img
আমরা মুভি লাভার মোটামুটি সবাই। ভালো মুভি পেলে পকেটের টাকা খরচা করে হলেও এম্বি কিনে ডাউনলোড করি।

সেই ডাউনলোড যদি হয় বিড়ম্বনার তাহলে তো পুরো জিনিসটাই হিতে বিপরীত হয়ে যায়।

যাই হোক, আমরা যেসব সাইট থেকে মুভি ডাউনলোড করি সেসব সাইট সবারই মোটামুটি পরিচিত।
ইন্ডিশেয়ার, বিডি আপলোড, 9xupload,Uppit,Sprafiles,Upfile,Uptobox সহ আরো অনেক সাইট আছে যেগুলো ছাড়া মুভি ডাউনলোড কি জিনিস সেটা কল্পনাই করা যায় না।

অনেকেই এসব সাইট থেকে ডাউনলোড করতে পারেন না। সমস্যায় পরেন।
আসলে আমরা এসব সাইট থেকে ফ্রিতে ডাউনলোড করি (শুধু এম্বি খরচ হয়)

তাতে এসকল আপলোড কোম্পানির লাভ কি?
তারা এমনভাবে এডভার্টাইস সিস্টেম করে রাখে যাতে আপনি ডাউনলোড করার সময় তাদের এড এ ক্লিক পড়বেই।

কিন্তু এসকল এডভার্টাইস অনেক সময় আপনার ক্ষতির কারণও হয়ে দাঁড়ায় কারণ এসকল সাইটে ডাউনলোড অপশন এ ক্লিক করলে অটোমেটিক অন্য সাইটে খুব দ্রুত Redirect হয়ে যায়।

এতে অনেক সময় আপনার ব্রাউজারের Cache অথবা অন্য তথ্য হ্যাকারদের কাছে চলে যাচ্ছে। অথবা আপনার অজান্তেই নানান টাইপের Apps ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু আপনি টেরও পাচ্ছেন না।

এসব কথা শুনে নিশ্চয়ই খুব চিন্তায় পড়ে গেলেন?
চিন্তার কোনো কারণ নেই। যেহেতু সমস্যা আছে এর সমাধানো আছে।
এজন্য আপনাকে হতে হবে একটু চালাক।

কারণ এসকল সাইটগুলোতে সারাজীবন তারা এড দিয়েই রাখবে। আপনি এসকল সাইট ছাড়া চলতেও পারবেন না। যদি আপনি মুভি লাভার হন তাহলে তো আর কথাই নেই।

তো আপনাকে একটু সতর্ক হতে হবে। মুভি ডাউনলোড করবেন একটু ভিন্ন ভাবে।

আপনি যদি সাধারণত ইন্ডিশেয়ার, বিডি আপলোড থেকে ডাউনলোড করতে চান তাহলে খুব সহজ।

এই সাইটে এ প্রত্যেক টিউনের নিচে অটোমেটিক ডাউনলোড লিংক জেনারেট সিস্টেম আছে
বক্সের ভিতর ডাউনলোড লিংক টা পেস্ট করে Generate দিলেই অটো ডাউনলোড হবে। এতে ঝামেলা থেকেও বাচলেন

আর বাকি অন্যসব আপলোড সাইট থেকে ডাউনলোড এর জন্য নানাধরনের লিংক জেনারেটর সাইট আছে যেমনঃ
linkgenerate.com
autogeneratelink.com
এগুলো দিয়ে করতে পারবেন।

আর যদি এগুলো দিয়েও না হয়। তাহলে Best Option হল Uc Mini ব্যবহার করা। এটাই অন্যান্য ব্রাউজার থেজে অনেক নিরাপদ।
যদি অন্য সব ব্রাউজার থেকে ডাউনলোড করেন তাহলে এমন ব্রাউজার ইউস করবেন যেগুলোতে আপনার কোন কিছু লগিন করা নেই (যেমনঃ ফেসবুক, জিমেইল ইত্যাদি)।

ধন্যবাদ সবাইকে টিউন টা পড়ার জন্য।
একটু সতর্ক থাকুন আর হ্যাপি ডাউনলোডিং করুন।

আমার সাইট থেকে ঘুরে আসুন mlsbd.com | সকল প্রকার নতুন মুভি ডাউনলোড করতে পারবেন।
ভুল হলে ক্ষমা করবেন! ধন্যবাদ।

Level 1

আমি জাহান ইফফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস