টাইটেল দেখে মনে হয় অনেকে কিছু বুঝতে পারছেন না। আসুন আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা নিজেদের কিছু গুরুত্বপূর্ণ কিছু একাউন্ট জিমেলে সেভ করে রাখি। যেমন ধরেন সবার পরিচিত ক্লাশ অফ ক্লান গেম, ইউটিউব চ্যানেল, ফেছবুক আইডি এগুলো।তো এবার সবাই বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি ? আমি এখন দেখাব কিভাবে এই একাউন্ট গুলো আপানার বন্ধুর জিমেইল থেকে রিমুভ করে দিবেন বা এক জিমেইল থেকে আরেক জিমেল এ নিবেন।
সবার কাছে আমার অনুরোধ কেউ এই ট্রিক টি খারাপ কাজে ব্যবহার করবেন না কারো ক্ষতি করবেন না। আমি যা কিছু শেয়ার করি সবাই কে শেখানোর জন্য কিন্তু অনেকে আছে এগুলো খারাপ কাজে ব্যবহার করে। সবাই খারাপ কাজ থেকে বিরত থাকুন।
তো এবার কাজের কথাই আসি। আপনার বন্ধুর জিমেল থেকে সব কিছু ডিলেট করতে বা অন্য জিমেল এ নিয়ে নিতে একটু কষ্ট করে পুরো ভিডিও টি দেখুন আসা করি সবাই বুঝতে পারবেন, আমি ভিডিওটিতে সবকিছু ক্লিয়ার করে বলে দিয়েছি যেটা হয়তো লিখে আপনাদের বুঝাতে পারতাম না। তাই সবাই একটু কষ্ট করুন প্লিজ ভিডিওটি শেষ না করে কেটে দিবেন না সব দেখুন তার পর যদি না বুঝেন তো আমাকে টিউমেন্ট এ জানান। আমি এখানে ক্লাস অফ ক্লান কিভাবে ইমুভ করতে হয় সেটা দেখিয়েছি
বিশেষ বিজ্ঞপ্তি ঃ আমাদের আন্ড্রোয়েড অ্যাপ techtunes কি ব্যবহার করেছেন না করলে এখনি ব্যবহার করুন আর মেতে থকুন প্রযুক্তির সুরে।
আমি ইয়াসিন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।