বিরক্তিকর এড এর যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার জন্য ইন্সটল করে নিন সেরা এড ব্লকার গুলো আর চিরতরে মুক্তি পান এড এর যন্ত্রনা থেকে

ওয়েবসাইটগুলো তাদের সকল পেজে এড শো করে। এর মাধ্যমে তারা টাকা উপার্জন করে। একটি সাইট চালাতে গেলে অনেক সাপোর্টের প্রয়োজন হয়। সাইট চালানোর খরচ, সার্ভার এর খরচ, স্টাফদের পেছনে খরচ, রক্ষনাবেক্ষণ সহ আরো অনেক ধরণের খরচ আছে একটি সাইট চালানোর ক্ষেত্রে। ওয়েবসাইটগুলো বিভিন্ন কোম্পানির এবং এজেন্সির সাথে চুক্তি করে বা এফিলিয়েশন নিয়ে তাদের এড ক্যাম্পেইন সাইটে রান করে এবং এর বদলে টাকা গ্রহণ করে।

এভাবে এড শো করার মাধ্যমে টাকা উপার্জন করা যায় বলে অনেক সাইট বেশি আয় করার জন্য একসাথে অনেকগুলো কোম্পানি বা এজেন্সির এড দিয়ে রাখে যা সাইট লোড হওয়ার সময়ই লোড হয় এবং পপ আপ হিসেবে বা পেজ কন্টেন্ট হিসেবে প্রদর্শিত হয় এর ফলে মূল কনটেন্ট ভিজিট করা সমস্যা হওয়ায় ভিজিটরদের জন্য এড মহা বিরক্তিকর।

ওয়েব সার্ফারদের জন্য বিরক্তিকর একটি বিষয় হল এড। প্রায় সব ওয়েবসাইটই এড শো করিয়ে থাকে। কিন্তু কখনো সেটা হয়ে যায় মাত্রাতিরিক্ত। আর ব্রাউজিং এর উটকো ঝামেলার মধ্যে অন্যতম হল অতিরিক্ত এড। বেশি এড শো করানোর কারণে পেজ লোড স্পিড কমে যায় ফলে কোন একটি সাইট লোড হতে অনেক সময় নেয়।

তারচেয়ে বড় বিষয় হল ব্রাউজিং এর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি বিরক্তিকর এবং এর কারণে ঠিকমত ব্রাউজিং করা সম্ভবপর হয়ে উঠে না এবং অনেক এড ম্যালওয়্যার সাইট বা আনসিকিউরড সাইটে রিডাইরেক্ট করে নিয়ে যায় এছাড়াও থাকে হ্যাকিং এর শিকার হওয়ার সম্ভাবনা। আর তাই ঝামেলামুক্ত ব্রাউজিং এর জন্য এড থেকে দূরে থাকা অত্যাবশ্যক।

কিভাবে পাবেন এড থেকে মুক্তি?

বিরক্তিকর এবং অনাহূত এই এড যন্ত্রনা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে হবে এড ব্লকিং এক্সটেনশন(Ad Blocking Extension)।

এড ব্লকার গুলো ব্রাউজারে এক্সটেনশন হিসেবে এড করে নিতে হয়। এড ব্লকারগুলো কোন একটি সাইট এর যে কোন পেজে এড লোড হতে দেয় না। এড এর স্ক্রিপ্ট ব্লক করে দেওয়ার মাধ্যমে আপনার ব্রাউজিং রাখে সম্পুর্ণ এড ফ্রী।

এড রিমোভিং এর পাশাপাশি এড ব্লকারগুলো পেজ লোড স্পীড বৃদ্ধি এবং ট্র্যাকিং স্ক্রিপ্ট এর মত নিরাপত্তার জন্য হুমকিমূলক স্ক্রিপ্টগুলো ব্লক করে দেয়।

সেরা ১০টি এড ব্লকিং এক্সটেনশন

(বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় দুটি ব্রাউজার হল গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স। এই দুটি ব্রাউজারের জন্য সেরা ১০টি এড ব্লকিং এক্সটেনশন এর তালিকা করা হয়েছে। কিন্তু ফায়ারফক্সের চেয়ে গুগল ক্রোমের জন্য এড ব্লকিং এক্সটেনশন বেশি হওয়ায় এই তালিকাতেও তার প্রভাব পড়েছে।)

১) AdBlock

গুগল ক্রোমের সবচেয়ে জনপ্রিয় এড ব্লকার হল এই AdBlock। প্রায় ২০ কোটি মানুষ এটা ডাউনলোড করেছে😦😦। বর্তমানে প্রায় ১৩ কোটি মানুষ AdBlock ব্যবহার করে থাকে। মজিলা ফায়ারফক্সের জন্য AdBlock নেই। ফায়ারফক্সের জন্য একটি ভার্সন মুক্তি দেয়া হয়েছিল কিন্তু কোন এক অজানা কারণে সেটা রিমুভ করে দেয়া হয়। গুগল সার্চ এবং ইউটিউব এর এড ও ব্লক করে দেয়ায় ফিচার আছে এতে।
ডাউনলোড করে নিন AdBlock

২) AdBlock Plus

সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে আলোচিত এড ব্লকারগুলোর মাঝে AdBlock Plus অন্যতম। AdBlock Plus তার এড Whitelist ফিচারের জন্য সবচেয়ে বেশি আলোচিত হয়। ক্রোম, ফায়ারফক্স ছাড়াও অপেরা, সাফারি, ম্যাক্সথন, ইন্টারনেট এক্সপ্লোরার এমনকি এন্ড্রয়েডের জন্য্ও AdBlock Plus রয়েছে।
ডাউনলোড করে নিন AdBlock Plus ক্রোমের জন্য অথবা ফায়ারফক্সের জন্য

৩) AdBlock Pro

AdBlock pro মূলত AdBlock Plus এর উপর ভিত্তি করে তৈরী করা একটি এড ব্লকার এক্সটেনশন। কিন্তু AdBlock Plus এর চেয়ে AdBlock Pro এর ইন্টারফেস বেশি আকর্ষণীয় এবং ব্যবহার করা বেশি সহজ। এতে কোন Whitelist এর মত ফিচার নেই, সবধরণের এডই ব্লক করে দিবে এটি।এটিও শুধুমাত্র গুগল ক্রোমের জন্য এভেইলেবল।
ডাউনলোড করে নিন AdBlock Pro 

৪) AdGuard

ব্যবহারের সহজযোগ্যতার দিক থেকে AdGuard সবচেয়ে উপরে থাকবে। সিম্পল কিন্তু আকর্ষনীয় ইন্টারফেস এবং ব্যবহার করা খুবই সহজ। AdGuard এর এক্সটেনশন এর পাশাপাশি ডেক্সটপ এপ্লিকেশন বা সফটওয়্যারও আছে। সফটওয়্যারটি ইন্সটল করা থাকলে এক্সটেনশন ছাড়াই যে কোন ব্রাউজার এ  এড ব্লক করে দিবে AdGuard।
ডাউনলোড করে নিন AdGuard ক্রোমের জন্য অথবা ফায়ারফক্সের জন্য

৫) AdRemover

AdRemover ও AdBlock এর উপর ভিত্তি করে বানানো। অন্যান্য এক্সটেনশনের মত এটি ডোনেশন এর জন্য কোন রিকুয়েস্ট শো করে না। যে কোন ধরণের এড ব্লক করার জন্য খুবই কার্যকরী। এটিও ফায়ারফক্সের জন্য নেই।
ডাউনলোড করে নিন AdRemover

৬) Ghostery

এডভান্স লেভেলের একটি এড ব্লকার। Ghostery ট্র্যাকার, এনালাইটিক স্ক্রিপ্ট, উইজেট, ওয়েব বিকন এবং কোর্স এড ও ব্লক করতে পারে। আলাদা আলাদা ধরণের এড ব্লক করার ফিচার আছে।  ক্রোম, ফায়ারফক্স ছাড়াও অপেরা, সাফারি, ম্যাক্সথন, ইন্টারনেট এক্সপ্লোরার এমনকি এন্দ্রয়েডের জন্যও Ghostery রয়েছে।
ডাউনলোড করে নিন Ghostery ক্রোমের জন্য অথবা ফায়ারফক্সের জন্য

৭) Simple Adblock

শুধুমাত্র ক্রোমের জন্য এভেইলেবইল। ২০১৪ এর পর আর আপডেট আসেনি। এড ব্লকিং এর ক্ষেত্রে কিছু অভিযোগ পাওয়া যায় যে কাজ করে নি। কিন্তু ইফেকটিভ একতি এড ব্লকার।
ডাউনলোড করে নিন Simple Adblock

৮) Superblock AdBlocker

AdRemover এর ডেভেলাপাররাই এই SuperBlock AdBlocker ডেভেলাপ করেছে। ইন্টারফেস স্ট্যাইলে কিছু পরিবর্তন ছাড়া কোন পার্থক্য দেখা যায় না। শুধুমাত্র ক্রোমের জন্য এভেইলেবল।
ডাউনলোড করে নিন Superblock AdBlocker

৯) µ AdBlock (Micro AdBlock)

µ AdBlock শুধুমাত্র ফায়ারফক্সের জন্য এভেইলেবল এক্সটেনশন। ব্যবহার করা সহজ। সহজ ইন্টারফেসের কারনে এটি জনপ্রিয়। এক ক্লিকে ব্লক করা এবং সোশ্যাল বাটন ব্লক করার মত ইউনিক ফিচার আছে। এই এক্সটেনশনটি ২০১৫ এর পর আর আপডেট হয়নি।
ডাউনলোড করে নিন µ AdBlock

১০) µ Block Origin

µ Block Origin ক্রোম এবং ফায়ারফক্সের এর জন্য তৈরী করা এক্সটেনশন। এটা সিপিউ এবং র‍্যাম খুবই কম ব্যবহার করে ফলে পারফর্মেন্সে কোন প্রভাব পড়ে না। সাধারণ স্ক্রিপ্টের বাইরের অনেক এড স্ক্রিপ্টও ব্লক করতে সক্ষম। এডভান্স মোডের সাহায্যে কোন স্পেসিফিক সাইট ব্লক করা সম্ভব।
ডাউনলোড করে নিন µ Block Origin ক্রোমের জন্য অথবা ফায়ারফক্সের জন্য
এড ব্লকার এক্সটেনশনগুলো টেস্ট করার সময় বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে টেস্ট করা হয়েছে। এর মধ্যে আছে পেজ লোড টাইম; এড ব্লকার এর কারনে কোন পেজ লোড হতে দেরী হয় কিনা, পার্ফরমেন্সে কোন প্রভাব পড়ছে কিনা; পিসির সিপিউ বা র‍্যাম বা ডিস্ক ইউজেসে কোন প্রভাব পড়ছে কিনা, কোন গুরুত্বপূর্ণ সাইট ব্লক করে দেয় কিনা। এই এড ব্লকারগুলো সব টেস্টে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তাই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই এড ব্লকিং এক্সটেনশনগুলো। কোন সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 2

আমি হাসিবুর ইসলাম নাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষাদময় পৃথিবীতে আমি আনন্দ খুঁজে নিই সবকিছু থেকে। আর স্বপ্ন দেখি মহাকাশ ভেদ করে ভালোবাসা ছড়িয়ে দেবার। স্বপ্নচারী আমার স্বপ্নগুলোই বাঁচিয়ে রেখেছে আমাকে। হাত ধরে চলো স্বপ্ন দেখি একসাথে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

uBlock origin ব্যবহার করি।