সামনে বিশ্বকাপ ক্রিকেট,তাও আবার আমাদের দেশের মাটিতে উদ্বোধনি অনুষ্ঠান।অনেকেই টিকেট কিনেছি,অনেকেই পারিনি।তাতে কি?টিভির সামনে বসেই না হয় চিৎকার করব,একসাথে খেলা দেখব আর নিজের প্রাণের দেশ বাংলাদেশকে সমর্থন দেব।কিন্তু সমর্থনদিতে তো কিছু করা লাগে।
আমি বিশ্বকাপ চলাকালীন সময়ে নিজের প্রোফাইল পিকচার দিব বাংলাদেশের জার্সি,চাইলে আপনিও পারেন।নিজের জন্য এখনি বাংলাদেশের ক্রিকেট জার্সি বানিয়ে নিন।প্রথমে http://apps.facebook.com/cricket-jersey/ এই লিংকে যান এবং এই Application টি Allow Access করুন।তারপর নতুন পেইজ আসলে তাতে কোন দেশের জার্সি বানাবেন তা সিলেক্ট করুন,আপনার নাম ও জার্সি নাম্বার সিলেক্ট করে ডাউনলোড ও পাবলিশ করুন।তারপর সেটিকে প্রোফাইল পিকচার হিসেবে সেট করুন।
আমি আমার নামে একটি বাংলাদেশের জার্সি বানিয়েছি।
বাংলাদেশকে সমর্থন দিন।বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি শুভকামনা রইল।
আমি মাহমুদুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের উত্থান পতনের মধ্য দিয়েই আমাদের নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে হবে,এটাই আমাদের ভাগ্যের লিখন।
সাথে থাকুন দেখি কি হয়? সাকিব আল হাসান???????