রবি ইন্টারনেট :: রবি ধামাক অফার !! 5 জিবি ইন্টারনেট মাত্র 93 টাকায়। 93 টাকা রিচার্জেই কিনে ফেলুন 5 জিবি ইন্টারনেট।

এটা আমার 59 তম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মূল বিষয়। বন্ধুরা কিছু দিন আগে আমরা রবি সীমে একটি দারুন অফার উপভোগ করেছিলাম। সেই অফারটি ছিল সিমিত সময়ের জন্য। এখন আবার রবি সীমে সেই দারুন অফারটি দিয়েছে। মাত্র 93 টাকা রিচার্জে পেতে পারেন  5 জিবি ইন্টারনেট যার মেয়াদ থাকবে মাত্র 5 দিন। দিনরা 24 ঘন্টা ব্যবহার করা যাবে এই অফারটি। বন্ধুরা  যদি কেউ এই অফারটি নিতে চার তা হলে এখনই রিচার্জ করুন 93 টাকা। চেক করতে ডায়াল করুন  *8444*88#।

বলে রাখা ভালো, এই অফারটি সিমিত  সময়ের জন্য। যে কোন সময় বন্ধ হতে পারে। তাই দেরি না করে এখনি 93 টাকা রিচার্জ করুন। আমি কোন লস দেখছি না। 93 টাকায় 5 জিবি। দেখা যায় 1 জিবি 10 টাকা  পরে। কোন লস নেই। স্পিড ও ভাল। তাই দেরি না করে এখনি রিচার্জ করুন 93 টাকা। সবাই ভাল থাকবেন। কারো যদি কোন সমস্য হয়ে টিউমেন্ট বক্সে জানাবেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেকটিউনসের সাথেই থাকুন। ধন্যবাদ

আমাকে ফেসবুকে কিছু বলতে চাইলে বলুন।

মেতে উঠুন প্রযুক্তির সুরে

টেকটিউনস

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস