ব্লাড গ্রুপ, ব্লাড ট্রান্সমিশন, মা-বাবা ব্লাড গ্রপিং সমস্যা ও বংশগত রোগ থ্যালাসেমিয়া সম্পর্কে একটি তথ্যবহুল টিউন করার উদ্দেশ্য হল কাপ্তাইট্রিবিউন এর ব্লাড ডোনার গ্রুপ টি শক্তিশালী করা। এই গ্রুপটি সম্পর্কে মোটামুটি একটা ধারনা ইতিমধ্যে পেয়েছেন। নতুন পাঠকের জন্য উত্তর জানতে পড়ুন: সবচেয়ে দুর্লভ রক্তের গ্রুপ কোনটি?
অস্ট্রিয়া বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানি কার্ল লান্ডষ্টাইনার এবং এ. এম উইনার ১৯৪০ খ্রিস্টাব্দে রেসাস বানর এর লোহিত কণিকায় এক ধরণের এন্টিজেন আবিষ্কার করেন। এই এন্টিজেনকে রেসাস এন্টিজেন বা রেসাস ফেক্টর বা Rh ফ্যাক্টর বলে। পরবর্তীতে মানুষের লোহিত রক্ত কণিকাতেও এদের উপস্থিতি নিশ্চিত করেন। গবেষণায় প্রমানিত হয়েছে যে প্রায় ৮৫% মানুষের লোহিত রক্ত কণিকায় আর এইচ ফ্যাক্টর বিদ্যমান থাকে। যেসব মানুষের লোহিত রক্ত কণিকায়্ আরএইচ ফ্যাক্টর বিদ্যমান থাকে তাদের রক্তগ্রুপকে আরএইচ পজেটিভ এবং যেসব মানুষের লোহিত রক্ত কণিকায় আরএইচ ফ্যাক্টর অনুপস্থিত থাকে তাদের রক্তগ্রুপকে এরএইচ নেগেটিভ বলা হয়।
কোন একজন মানুষের লোহিত রক্তকণিকায় এন্টিজেন এ অথবা এন্টিজেন বি অথবা এন্টিজেন এ ও বি উভয়ই উপস্থিত থাকতে পারে অথবা এন্টিজেন এ ও বি উভয়ই অনুপস্থিত থাকতে পারে। মানুষের লোহিত রক্তকণিকায় এন্টিজেনের উপস্থিতি ও অনুপস্তিতির উপর ভিত্তি করে বিজ্ঞানী তার্ল লেন্ডস্টইনার ১৯০১ ক্রীস্টাব্দে মানুষের রক্তের যে শ্রেনীবিন্যাস করেন তাকে রক্তগ্রুপ বা এবিও রক্তগ্রুপ বলে। কার্ল লান্ডষ্টাইনার ১৯৩০ সালে রক্তের গ্রুপ আবিস্কার করার জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন।
বিভিন্ন প্রকার ব্লাড গ্রুপ, ব্লাড ট্রান্সফিউশন ও মা-বাবা গ্রুপিং সমস্যা সম্পর্কে আলোচনা
ইমিউনোলজীর ব্যাপার স্যাপার একটু ঝামেলার, তবে সহজ ভাষায় ব্যাখা করার চেষ্টা করা হয়েছে। আমাদের রক্তের লোহিত কণিকা বা Red blood cell (RBC)-এর গায়ে কয়েক ধরণের প্রোটিন থাকে। যেমন A, B, Rh প্রোটিন ইত্যাদি।
১।যার RBC-তে A প্রোটিন আছে, তার ব্লাডগ্রুপ A
২।যার RBC-তে B প্রোটিন আছে, তার ব্লাডগ্রুপ B
৩।আর যার RBC-তে দু’টোই আছে, তার ব্লাডগ্রুপ AB
৪।যার RBC-তে দু’টোর একটাও নেই, তার ব্লাডগ্রুপ হলো O
৩য় প্রোটিন – অর্থাৎ, Rh – এটা যার রক্তে থাকবে, সে পজিটিভ, যার থাকবে না সে নেগেটিভ।
ধরুন, আপনার রক্তে A এবং Rh প্রোটিন আছে – তাই আপনার ব্লাডগ্রুপ হবে A +ve। আবার ধরুন, আপনার বন্ধুর রক্তে A এবং B আছে, কিন্তু Rh নেই – তাহলে তার ব্লাড গ্রুপ হবে AB -ve।
এখন, ব্লাড গ্রুপ ও ব্লাড ট্রান্সফিউশনের কিছু নিয়ম আছে। আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টিনারের নামানুসারে একে ল্যান্ডস্টিনার’স ল বলে। যার শরীরে A প্রোটিন নাই (অর্থাৎ ব্লাড গ্রুপ B), তাকে A ব্লাড গ্রুপের রক্ত দিলে শরীরে রিয়্যাক্সন হবে, নতুন দেয়া রক্ত রিজেক্ট করবে, এমনকি মারাও যেতে পারবে। ঠিক তেমনি ব্লাডগ্রুপ A ব্যক্তির লোকের শরীরে B-গ্রুপের রক্ত দিতে গেলেও একই সমস্যা হবে। আবার ধরুন, দাতা এবং গ্রহীতার মধ্যে A আর B ম্যাচ করতে পারলেন। কিন্তু আরেকটা প্রোটিন/অ্যান্টিজেন যে রয়ে গেছে – Rh। যার শরীরে Rh ফ্যাক্টর নাই (অর্থাৎ Rh -ve), তাকে Rh +ve ব্লাড দিতে গেলেও একই ধরণের রিয়্যাক্সন হবে – পুরো ব্লাড রিজেক্ট করবে।
A গ্রুপের দাতা শুধু A এবং AB গ্রুপের গ্রহীতাকে রক্ত দিতে পারবেন। (এখানে খেয়াল করুন, দাতা এবং গ্রহীতাদের সবারই রক্তে A প্রোটিন Common আছে)।
তেমনি B গ্রুপের দাতা শুধু B এবং AB গ্রুপের গ্রহীতাকে রক্ত দিতে পারবেন। (এখানে সবার মাঝে B কমন) আর AB গ্রুপের দাতা শুধু AB গ্রুপের গ্রহীতাকে রক্ত দান করতে পারবেন।
এই জন্য, সবচাইতে নিরাপদ উপায় হলো: যিনি রক্ত দেবেন তাঁর শরীরে কোনো অ্যান্টিজেন/প্রোটিন-ই না থাকা – অর্থাৎ ব্লাড গ্রুপ O-ve। তাই এদেরকে ইউনিভার্সাল ডোনার বলা হয় – এরা যে কাউকে রক্ত দিতে পারেন।
ঠিক তেমনি এর উল্টোও আছে – ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। এদের ব্লাড গ্রুপ হলো AB +ve – এদের A, B এবং Rh সব প্রোটিনই আছে। কাজেই যেকোনো ব্লাড গ্রুপই গ্রহণ করতে পারবে।
Bangladesh Blood Service-BBS গর্বিত সদস্য Registration:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd0ZbpBFxZG_aUJfvveoyL6jD2jkDb9_gdy-vLnkKK7yk0KOQ/viewform
N.B. – রক্তের প্রয়োজনে ফোনে যোগাযোগ করা হবে।
▬►জরুরী রক্তের প্রয়োজনে :- Mahfuz Rahman ✆:01715 616280
-Social Media link:
*Facebook ID: (বাংলাদেশ রক্তদান সেবা) https://www.facebook.com/BangladeshBloodService
*Facebook Group: (Bangladesh Blood Service) https://www.facebook.com/groups/bdbloodservice
*Google+ Communities : (Bangladesh Blood Service) https://plus.google.com/communities/102893256368753534309
আমি বাংলাদেশ ব্লাড সার্ভিস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“রক্ত দান হোক, মানবতার ধর্ম” শ্লোগানকে সামনে রেখে Bangladesh Blood Service-BBS (বাংলাদেশ ব্লাড সার্ভিস) নামক আত্ম প্রকাশ ঘটে । আপনিও Bangladesh Blood Service-BBS গর্বিত সদস্য হোন। Registration: https://goo.gl/gdHhrA