AVG মানে বুঝে যাওয়ার কথা যে AVG এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকুরিটি আমাদের পিসি কে কতখানি সুরক্ষা করে। তাই আমি আপনাদের সাথে AVG PC Tuneup সম্পর্কে আলচোনা করব যে AVG PC Tuneup 2011 দিয়ে কি কি করা যায় এবং কি উপকারিতা।
চলুন দেখা যাক যে AVG PC Tuneup দিয়ে কি কি সুবিধা পাবেনঃ-
০১.আপনার ইন্টারনেট কানেকশন কে সব সময় অপ্টিমাইজ করবে।
০২.আপনি যখন অনলাইন এ থাকবেন তখন কিভাবে আপনার ইন্টারনেট কানেকশন কে কিভাবে গতিময় করে রাখতে হবে।
০৩.কোন কারন বশত আপনার ফাইল ডিলেট করলে বা ডিলেট হয়ে গেলে সহজেই ফেরত আনার ব্যাবস্থা।
০৪.ফাইল বা ফোল্ডার কে সব সময় সজত্ন করে রাখা।
০৫.রেজিস্ট্রি ক্লিনার করা যেটা করলে আপনার কম্পিউটার ফাস্ট ও সতেজ রাখবে।
০৬. ডিস্ক ক্লিনার যেটা করলে আপনার ডিস্ক এর অপ্রয়োজনীয় ফাইল ফাইল মুছে পরিস্কার কর রাখা।
০৭.ডিস্ক ও রেজিস্ট্রি ডেফ্রাগমেন্ট।
আরোও অনেক কিছু..................।।
আমি Md. Mijannur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই টিউনটি আরো সুন্দর হতে পারত ।
আর আমার কাছে এর আনলিমিটেড ভার্শন করার জন্য কিছু প্যাচ ফাইল আছে । যার লাগবে এখানে কমেন্ট করতে পারেন ।
ধন্যবাদ …