এই আর্টিকেলটি পড়ার আগে আপনি নিশ্চয়ই এবিষয়ে একমত যে " অনলাইনে গোপনীয়তা খুবই গুরুত্ববহ"। তাই অামরা অনেকসময় এনোনোমিয়াস [Anonymous] বা নামহীনভাবে ;ওয়েবে ঘোরাঘোরি করতে চাই প্রয়োজনে বা অপ্রয়োজনে। হ্যাকারদের কাছে এর বিকল্প নেই একদমই। বর্তমানে এভাবে অনলাইনে এনোনোমিয়াস [Anonymous] মোড- গোপনীয়তা ক্রমেই বেড়ে চলেছে।
আপনি জেনে অবাক হবেন যে কেবল আপনার আইপি এড্রেস দিয়ে আপনার বাক্তিগত অনেক তথ্য হাতিয়ে নেয়া সম্ভব। আর এই কারণে গোপনভাবে ইন্টারনেট ব্যবহার করার প্রথম শর্ত আইপি লুকিয়ে ফেলা। প্রথমে বলে রাখি ফেক আইপি বা নকল আইপি এড্রেস বলতে কিছুই নেই; এটা মূলত আরেক বোঝা তৈরি করা। আপনি যা করতে পারেন সেটা হল আপনার আইপিকে লুকিয়ে ফেলতে পারেন। এর মানে আপনি ইন্টারনেটে পুরোপুরি এনোনোমিয়াস [Anonymous] বা লুকায়িত নন; একটি নিবেদিত অস্তিত্ব আপনাকে ট্রেস করতে পারে।কিন্তু ৯৬% সময় আপনি আপনার আইপিকে লুকাতে পারছেন যথেস্ঠভাবে।
ওয়েব জগতে আপনাকে লুকিয়ে ফেলার বা আইপি লুকিয়ে ফেলার; ৩টি পদ্ধতি নিয়ে আলোচনা করব :
মজার ব্যাপার হল এটাই একমাত্র উপায় আপনার বাসার বা অফিসের আইপি লুকিয়ে ফেলা।আপনি যখন পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন; তখন কারও উপায় নেই আপনার বাসা বা মূল আস্তানা ট্রেস করার।আর এই হটস্পট যদি হয় কোন বাজার, বাস স্ট্যান্ড বা কোন বিমান বন্দরের! তাহলে আপনার এক্টিভিটি আরও বেশী আড়াল হবে অন্যান্য ব্যবহারকারীদের দ্বারা।
কিন্তু এখানে ঝুকি রয়েছে :
তাই আপনি এখানে আপনার আইপি লুকাচ্চেন ঠিকই ; কিন্তু একটি সিকিউরিটি ছিদ্র উন্মুক্ত করেই রাখছেন।
VPN এর পূর্ন রূপ হল virtual private network। এর নামের চেয়ে এটি বলতে গেলে আরও বেশী সহজ একটি টার্ম। মূলত আপনি আপনার ডিভাইস বা কম্পিউটার;অন্য কারো নেটওয়ার্কের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে ওয়েব ব্রাউজ করছেন।যাই হোক; আপনি যে কাজই করুন না কেন মনে হবে সে কাজ গুলো হয়েছে আপনি যার নেটওয়ার্ক ব্যবহার করেছেন তার থেকে। অন্য কথায়; যখন আপনি ভিপিএন এ কানেক্ট হচ্ছেন তখন আপনি আপনার; নিজস্ব আইপি লুকিয়ে ফেলছেন তাদের নেটওয়ার্ক এর আইপি দ্বারা। তবে অন্যের নেটওয়ার্কেরর ভেতর দিয়ে যাচ্ছেন এতে করে আপনার কিছু রিস্ক থাকেই; তাই উপদেশ হচ্ছে পেইড ভিপিএন ব্যবহার করুন। প্রশ্ন হতে পারে : ফ্রী ভিপিএন কী আমাদের ডাটা বিক্রি করছে? তারা কি আপনার আসল আইপি উন্মুক্ত করে দিচ্ছে? উত্তর হল এটি ঘটতে পারে। তাই আমার সুপারিশ পেইড ভিপিএন ব্যবহার করা। পেইড ভিপিএন গুলো সাধারনত লগলেস[logless] হয়; অর্থাত তারা কোন তথ্য স্টোর করে রাখে না; সুতরাং কোন অনুরোধেও তারা কোনো আইপি ছেড়ে বা উন্মুক্ত করে দিবে না।
NordVPN এবং ExpressVPN হতে পারে আপনার জন্য চমৎকার দুটি অপশন। তাছাড়াও যেটিই আপনি ব্যবহার করেন না কেন। অ্যাপলিকেশন ডাউনলোড করুন >ইনস্টল করুন>চালু করুন>পছন্দের ভিপিএন প্যাক চালু করুন।
ভিপিএন যেভাবে কাজ করে ওয়েব প্রোক্সিও ঠিক একই ভাবে কাজ করে। এখানে ওয়েব ট্রাফিক প্রবাহিত হয় একটি প্রোক্সি সার্ভার দিয়ে। এখানে আপনার আইপিকে লুকানো হয় প্রোক্সি সার্ভার এর আইপি দ্বারা।
তবে এখানে প্রোক্সি ও ভিপিএন এর ভেতর পার্থক্য রয়েছে :
প্রথমত,এই নেটওয়ার্কটি এনক্রিপ্টেড নেটওয়ার্ক না। যদিও আপনার আইপি প্রোক্সি দ্বারা হাইড করা হচ্ছে; তবুও তা আইএসপি,সরকার দ্বারা উদ্ধার করা সম্ভব। শুধু তাই নয়; কিছু কিছু ওয়েবসাইটে আপনার আসল আইপিও দেখাতে পারে ফ্লাস/জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। দ্বিতীয়ত, এখানে ব্রাউজার আপনাকে ব্রাউজার ট্রাফিকের ভেতর দিয়ে পার করে দেবে। ম্যানুয়ালি ব্রাউজার এর সেটিংস থেকে প্রোক্সি সার্ভার এর আইপি বসাতে হবে।
প্রথমে ফ্রী ওয়েব প্রোক্সি খুজুঁন যেমন : প্রেমপ্রোক্সি ইত্যাদি। আপনার নিজের দেশের প্রোক্সি সার্ভার ব্যবহার করলে এটি আপনার জন্য দ্রুত গতির হবে; তবে অন্য দেশেরটা ব্যবহার করলে এটা তুলনামূলক কম গতির হবে।
ফায়ারফক্স:
এডজ:
ওপেরা ও গুগল ক্রোম :
আর্টিকেলটি কেমন লাগল ও আপনার মতামত কি? টিউমেন্টে জানান। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ইনসাআল্লাহ এভাবেই নিত্যনতুন আর্টিকেল নিয়ে নিয়মিত হাজির হতে পারব। ধন্যবাদ।
কপি এক প্রকার চুরি; আর চুরি করা কুরআনে হারাম।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
গ্রেট পোস্ট ভাইয়া। ব্যাট উন্মুক্ত ওয়াইফাই ব্যবহার করে আইপি হাইড করার সিস্টেমটা উপযুক্ত হলো না। তুমি নিজেই লিখলা, “” অনলাইনে গোপনীয়তা খুবই গুরুত্ববহ”” তারপরে ট্রিকে পাবলিক ওয়াইফাই ব্যবহার করতে বলা কি ঠিক হলো?
তুমি টর নেটওয়ার্ক নিয়ে আলোচনা করতে পারতা। মানুষ আইপি হাইড করতে গিয়ে পাবলিক ওয়াইফাই এ আরেক বিপাকে পড়ে যাবে ভাইয়া!