টেকটিউন বন্ধুরা সবাই ভাল আছেন তো ? আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন পর আবার একটু সময় করে টিউন করতাছি। আজকের টিউন এর বিষয় এতক্ষনে আপনারা বুজতে পারছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকেরি টিউন। বন্ধুরা গ্রামীন সীমের েএকটি দারুন অফার হচ্ছে মাত্র 9 টাকায় 500 মেগাবাইট ইন্টারনেট মেয়াদ 3 দিন। গ্রামীন ফোন কম্পানি এই অফারটি কিছু কিছু গ্রাহককে দিয়েছেন। আমি আমার বন্ধ 2 টি সিমে 500 মেগাবাইট করে 1000 মেগাবাইট ইন্টারনেট পেয়েছি। অগেই বলে রাখি অযথা গালাগালি করবেন না। এটা পরিক্ষিত যে আমি 9 টাকায় 500 মেগাবাইট ইন্টারনেট পেয়ে ছি। বন্ধুরা এই অফার টি সবাই নাও পেতে পারেন। তবে চেষ্টা করুন হয়ত পেতে পারেন।
আমি আবারো বলছি শুধু শুধু গালাগাল দিবেন না। অফারটি সবাই নাও পেতে পারেন। বন্ধুরা আজ আর লিখব না। সবাই ভাল থাকবেন।ফেসবুকে আমাকে কিছু বলতে চাইলে এখানে ক্লিক করুন। আমার ইউটিউব চ্যানেল সাবক্রাইব করুন হয়ত কাজে আসতে পারে।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
টেকটিউনস
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
ভাই, প্লিজ এসব আজে বাজে পোস্ট করে অন্যকে বিভ্রান্ত করবেন না। এমন কোনো অফার নেই।
কারো যদি নিজের সিমের স্পেশাল অফার জানতে হয়, কষ্ট করে ১২১ এ ফোন করে নিহের জন্য কি অফার আছে জেনে নিবেন।