এডসেন্স এড তো আর বাংলা ব্লগে ব্যাবহার করতে পারবেন না তাই বাংলা ব্লগে এড দেয়ার জন্য তৈরী হল বাংলাদেশী অনলাইন এডভার্টাইজিং প্রতিষ্ঠান

যারা বাংলা ভাষায় ব্লগিং করেন। তারা তাদের ব্লগে এড বসানোর কোন সুযোগ পান না যেমনটা পাওয়া যায় ইংরেজী ব্লগে। আর এর মূল কারন হল গুগলের এডসেন্স প্রোগ্রাম যে ভাষাগুলোকে আনুমোদন দিয়েছের তার মধ্যে নেই বাংলা। 🙁  আর এজন্য বাংলায় যারা ব্লগিং করেন তারা নিঃস্বার্থভাবেই লিখে যাচ্ছেন। তবে এ দুঃখ  কিছুটা হলেও ঘুচানোর জন্য এবং বাংলা ব্লগের লেখকদের পাশে দাড়িয়ে তাদেরকে বাংলা ব্লগিংয়ে উৎসাহ প্রদান করতে তৈরী হল বাংলাদেশী অনলাইন এডভার্টাইজিং প্রতিষ্ঠান Poishakori.com

কি কি এড থাকছে এতে?

সবচেয়ে বড় সুবিধা যেটা এখানে আছে তা হল এখানে ওয়েব এবং মোবাইল উভয় ধরনের সাইটের জন্যই এড পাওয়া যাবে। ওয়েব এডকে এখানে ডেস্কটপ এড এবং মোবাইল সাইটের এডকে ওয়াপ এডের ক্যাটাগরিতে রাখা হযেছে। এখানে উল্লেখ্য এডসেন্স বাংলাদেশী পাবলিশারদের ওয়াপ এড দেয় না। ওয়েবের জন্য নিম্নোক্ত আকারের এডগুলো পাওয়া যাবেঃ

কেমন এখানে থাকছে সিপিসি?

এখান থেকে যেসব পাবলিশাররা এড ব্যাবহার করবেন এখানে তাদের স্বাঃর্থই আগে দেখা হবে এড শো করার ক্ষেত্রে। আর এজন্য আপনার সাইটের জন্য যে এডগুলো দেখানো হবে তার মধ্যে সর্বপ্রথমে সবচেয়ে দামী এডটাই শো করা হবে। তাই পাবলিশারদের প্রতিটি ক্লিকেই সর্বাপেক্ষা ভালো সিপিসি পাওয়ার সম্ভাবনা থাকছে।

একাউন্ট এপ্রুভ হবার সম্ভাবনা কেমন?

পাবলিশাররা তাদের সাইটের জন্য রেজিষ্ট্রেশন করলে অটো এপ্রুভাল পাবেন শুরুর দিকে। তবে এডভার্টাইজাররা এপ্রুভাল পেলেও এড দেয়ার ক্ষেত্রে ঐ ডিপার্টমেন্টের থেকে এড এপ্রুভ না হওয়া পর্যন্ত তার এড শো হবে না। এডের মান বজায় রাখার জন্যই মূলত এ ব্যাবস্থা নেয়া হযেছে।

গ্রামীনের আইপি নিয়ে সমস্যা?

গ্রামীনের আইপি নিযে যে সমস্যায় পড়েন বাংলাদেশী এড পাবলিশাররা এখানে যদি রেন্ডমলি ইনটেনশনালী ক্লিক না হয় তবে কতৃপক্ষ এটা বোঝার চেষ্টা করবে। তাই এ ব্যাপারটিতে নিশ্চিন্তে থাকতে পারেন।

পেমেন্ট কিভাবে দেয়া হবে?

এখানে পেমেন্ট আপনি ইচ্ছে করলে পেপ্যাল, চেক এমনকি সরাসরি আপনার ব্যাংক একাউন্টেও পেতে পারেন। আর ব্যাংক চেক যে দেয়া হবে তাও লোকাল ব্যাংকের চেক তাই ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবেন। এমনকি আপনি এই অফিস থেকে সরাসরি ক্যাশ টাকাও নিতে পারেন। তবে শুধুমাত্র ডাকযোগে চেক পাবার ক্ষেত্রে ৫০ টাকা চার্জ বাটা হবে।

কি পরিমান টাকা হলে আপনি পেআউট করতে পারবেন?

পেপ্যাল হলে মাত্র ১০ ডলারেই আপনি পেআউট করতে পারবেন। তবে চেক বা ব্যাংক ডিপোজিটের জন্য ৫০ ডলার হতে হবে।

ব্যান হবার সম্ভাবনা কেমন?

আপনি যদি ইনভ্যালিড কিছু না করেন তবে এখানে আপনার ব্যান হবার সম্ভাবনা খুবই কম। আর যদি এমন কিছু করেনও তবে প্রথমবারে আপনাকে শুধু সতর্ক করে দেয়া হবে এরপর কিছু আবার কিছু করলে সেক্ষেত্র ব্যান হতে পারেন। আর ব্যান হবার পরও যদি আপনি প্রমান করতে পারেন যে আপনি এমন কিছু করেন নাই তবে আবারো রিএকটিভ হতে পারে আপনার একাউন্ট। এমন কি এ ব্যাপারে আপনি সরাসরি অফিসে উপস্থিত হয়েও কনসালটেন্টের সাথে কথা বলতে পারেন।

এ প্রতিষ্ঠানটি কাদের?

এই প্রতিষ্টানের এডমিন হচ্ছে একটি স্বনামধন্য আইটি ফার্ম যাদের বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে নিজস্ব অফিস আছে। এজন্য পেমেন্ট নিয়েও কোন সন্দেহের কারন নাই। তাই নিশ্চিন্তে এই এড ব্যাবহার করতে পারেন আপনার সাইটে।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর একটা সু-খবর তো !
ধন্যবাদ জানানোর জন্য।

ইংরেজী ব্লগে ব্যবহার করা যাবে শাকিল ভাই

    হূমম, তবে তাদের মূল লক্ষ্য বাংলা ওয়েবসাইটে মার্কেটিং করা।

শাকিল আরেফিন ভাই আপনার জিটক বা ইয়াহু আইডি টা দেন। আপনার সাথে কিছু আলাপ আছে ! 🙂

শাকিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানানোর জন্য আপনার কথা মত Add দিলাম http://timebdlink.blogspot.com/ এখানে আনেক মজা লাগল। বাকিরা Add এর নমুনা এখানে http://timebdlink.blogspot.com/ দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।

এই সাইটে গিয়ে তো তাদের সম্পর্কে কোন তথ্য পেলাম না। এখন কিভাবে বিশ্বাস করব যে স্ক্যাম হবে না?

ভালো তবে বাটপারি না হলেও হলো ঢাক ঢোল পিটিয়ে তো অনেক কোম্পানি আসে এখন দেখা যাক এটার দৌড় কত দূর?

    Right

    আসলে আমি তাদের কে চিনি, বেসিস সফট এক্সপোতে গিয়ে দেখেন তাদের স্টল আছে। আর বাকীটা আপনি যাচাই করেন।

    তবে এটা সত্য শাকিল ভাই যে আপনার উপর আমারো ভরসা আছে

গুগল অ্যাডসেন্স এর পাশাপাশি কই ব্যাবহার করা যাবে?
জানালে উপকৃত হব।
ধন্যবাদ।

শাকিল ভাইতো যাছাই বাছাই ছাড়া কোনকিছু বলেননা। তাই ট্রাই করে দেখব। ভাল ইনফরমেশন, ++ প্রিয়তে

    সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার সাথে এই প্রতিষ্ঠানের সরাসরি লেনদেন আছে।

এখানে ক্লিক প্রতি রেট কত হতে পারে, মিনিমাম?

    এটা মূলত এডের ওপর নির্ভর করছে। তবে শুনেছি ১০ সেন্ট পাবার সম্ভাবনা আছে।

শাকিল ভাই সাবডোমেইনে কি ভাবে এড দিব
এই সাইটে এড দিছি http://www.a2zbd.info

খুব ভালো একটা সংবাদ।আর এটা কি এডসেন্সের মত এড দেখাবে?মানে আমি বলছিলাম ওদের এড এর ব্যাপ্তি -পরিসীমা কেমন?

শাকিল ভাই এতে কি সবডোমেইন wordpress. blogspot সাপোট করবে???

Level 0

what the process to add http://adf.ly on my blog? pls..

সুন্দর টিউন শাকিল ভাই…

শাকিল ভাই, এটা কী ব্লগস্পট সার্পোট করবে? আর টাকা কীভাবে উওলন করতে হবে। প্লীজ উওর দিন, আমি আপনার কাছে মোবাইল করছিলাম

আমার ব্লগে এড গুলি দিয়েছি দেইখেন place http://ultra10earn.blogspot.com/

Level 0

আমার PC তে Poishakori.com পেজ OPEN হয় না।কেউ সাহায্য করুন।

Level 0

কেউ কি টাকা পেয়েছেন ??

শুধু গুগল এডসেন্স এর পেছনে না ছুটে রেভিনিউ হিটস আপনার ওয়েব সাইটে লাগান আয় শুরু করুন আজ থেকেই, সাইন আপ করা সংগে সংগেই এপ্রুভ হবে। আর কিছু নিয় মেনে এড শো করালে এড সেন্স থেকে ভাল আয় আসবে। আরও বিস্তারিত জানতে এই সাইট থেকে একবার ঘুরে আসুন- http://www.infotechlife.com/2015/08/revenue-hits-Vs-adsense.html

আমার মতে বাংলা সাইটের জন্য ২০১৬ সালে অ্যাডসেন্স এর সেরা বিকল্প Adsterra
আমি আমার cricket website এ এই এড নেটওয়ার্ক ব্যবহার করছি এবং তারা আমাকে এখন পর্যন্ত ভালোই দিচ্ছে। তাদের বড় সুবিধা পাইজা ও মাসে দুইবার টাকা তুলা যাই।
আমার সাইট

কারন এই স্ক্রীপ্টটি কিনতে পাওয়া যায় তাই যে কেউ ব্যাবহার করতে পারে।