BDIX এর পূর্ণরূপ হল Bnagladesh Internet Servics Exchage . BDIX এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন।
আমরা প্রায় সবাই broadband ইউজার। কিন্তু অনেকেই জানেন না যে বেশিরভাগ isp ই BDIX এর সাথে connected।
এর মানে সাধারনের চেয়ে সার্ভার গুলো দিয়ে অনেক বেশি speed পাবেন। ধরুন আপনার যদি 1mbps মানে 128KB/s লাইন হয় তবেও আপনি 40-50mbps বা 4-5MB/s স্পিড পাবেন। হয়ত এখন বলবেন এত কিছু বললাম কেন।
এর কারন হলো আমরা সবাই net থেকে movie,game,software download করি কিন্তু সার্ভার গুলো না জানায় ঘন্টার পর ঘন্টা লেগে যায় শুধুমাত্র ১টি মুভি download করতে যেখানে BDIX সার্ভার দিয়ে মাত্র 2-5 মিনিটে download হয়ে যাবে।
নিচে একটা BDIX সার্ভারের address দিলাম যেখানে 85% মুভি পেয়ে যাবেন। Hollywood, Bollywood,Korean,Telegu,Tamil,Bangla,irani সহ আরো অনেক মুভি collection আছে এর সাথে রয়েছে গেম এর বিশাল সংগ্রহ। এটি ব্যবহার করলে একদিকে যেমন আপনার সময় বাচবে অন্যদিকে দ্রুত ফাইল হাতের নাগালে পাবেন।
নিচে server টি দেওয়া হলো
আমি সিয়াম সিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য.
তবে Server 5 থেকে স্পিড পাইনা.