প্রিয় বন্ধুরা আমি হিমেল এবার আমার ২য় টিউনটি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি।এই টিউনটি হোলো এমন একটি সাইট নিয়ে যেখান থেকে আপনারা কোন সফ্টওয়ার ছাড়াই বন্ধুদের সাথে ভিডিও চ্যাট করতে পারবেন।আমরা ভিডিও চ্যাট করার জন্য সাধারনত স্কাইপ এবং ইয়াহু মেসেন্জারের মত সফ্টওয়ার ব্যবহার করে থাকি , কিন্তু যাদের কাছে তা নেই তাদের জন্যই মূলত এই লেখা। এই সাইটটি থেকে আপনি নিম্মলিখিত সুবিধা সমূহ পাবেন :
১) অনলাইন বন্থুদের সাথে লাইভ ভিডিও চ্যাট করা।
২)রিটেন চ্যাট করা্।
৩) র্যানডম চ্যাট করা : র্যানডম চ্যাট বলতে বোঝায় কোন Friendship ছাড়াই কম্পিউটার দ্বারা নির্ধারিত কোনো বন্থুর সাথে চ্যাট করা।
#কার্য পদ্ধতি : প্রথমে সাইটটিতে প্রবেশ বরুন ও নিজের নামের একটি অ্যাকাউন্ট খুলুন। তারপর আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন। এরপর আপনার বন্ধুদের Friend Request পাঠান [বি:দ্র: আপনার বন্ধুদেরও সাইটটিতে অ্যাকাউন্ট থাকতে হবে।] তারা আপনার রিকুয়েস্ট গ্রহন করলে তাদের নাম আপনার অ্যাকাউন্টে দেখাবে। এরপর যখনই তারা অনলাইনে আসবে তখন তাদের নামের পাশে সবুজ রং দেখা যাবে। এবার কল অথবা ভিডিও কল বাটনে ক্লিক করে আপনি চ্যাট করতে পারবেন। যদিও ভিডিও কোয়িলিটি তেমন ভালো না তবুও ভিডিও চ্যাট বলে কথা।
লিংকটি হলো CLICK HERE
আমি হিমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good