হ্যালো বন্ধুরা, বরাবরই ভ্রমণের প্রতি একটা আলাদা ভালবাসা আমার, যখনি সময় পাই ছুটে যাই পৃথিবী দেখতে, চলে যাই ভ্রমণে। ভ্রমনপিয়াসী মানুষদের সাথে কথা বলতে বলতে খবর পেলাম GAFFL নামের একটা ওয়েব সার্ভিস এর। চমৎকার দেখতে ওয়েবসাইট টি, সাথে চমৎকার তার সার্ভিসগুলো।
একাউন্ট খুলে আমার আগের ভ্রমণরত জায়গা গুলো অ্যাড করতেই পেয়ে গেলাম অই জায়গার কমিউনিটি মেম্বারদের। ভবিষ্যতে ঘুরতে যাব এরকম জায়গা গুলো এড করতেই পেয়ে গেলাম অই জায়গাতে একই সময়ে আরও কে কে যাচ্ছে সেটার তথ্য। এখন সাইটটিতে খুব বেশি মানুষ না থাকা সত্ত্বেও প্রোফাইলে এড করে রাখাতে যখনি নতুন কেও আসে তখনি নোটিফিকেশন পেয়ে যাচ্ছি।
প্রথমে ভাবলাম কোন বিদেশী কোম্পানি হয়তো শুধু বিদেশীদের জন্যে সাইট টি করেছে। পরে একটু ঘাটাঘাটি করতেই বের করলাম ওয়েবসাইটটি এবং এই কোম্পানির Co-founder দুইজন বাংলাদেশী। তাদের সাথে অনলাইনে কথাও হল বেশ কিছুক্ষণ। তাদের vision এবং কাজের স্পৃহা দেখে সত্যিই আমি মুগ্ধ। এবং আমি নিশ্চিত যে এই ওয়েবসাইট ভ্রমণ জগতে অনেক নামকরা একটু ওয়েবসাইট হিসাবে খ্যাত হবে। বাঙ্গালী হিসাবে সবাইকে তাদের এই উদ্যোগকে স্বাগতম জানানো আমাদের সবারই দায়িত্ব।
ওয়েবসাইটটি চালু হয়েছে ১ মাস আগে। ভ্রমনপিপাসূ সকল মানুষদের অনুরোধ করবো সাইট টি ব্যবহার করতে, আশা করই ভালো লাগবে। আমরা ব্যবহার করে বাঙ্গালি হিসাবে সাইটটিকে যেন বাংলাদেশে টপ এ রাখতে পারি সেই চেষ্টাই করব
১। আপনি কথায় এবং কবে ভ্রমণ করবেন সেটা দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন ওই একই সময়ে, একই জায়গায় অন্যান্য কারা আপনার মত ভ্রমণ করছে। এবং তাদের সাথে সাথে ১ঃ১ চ্যাট করতে পারবেন, গ্রুপ চ্যাট করতে পারবেন এবং কানেক্টেড হতে পারবেন।
২। বিশ্বব্যাপী প্রায় ৩৫০০+ জায়গা থেকে আপনার প্রিয় অবস্থানগুলি খুঁজে বের করতে পারবেন, যেখানে আপনি ভ্রমণ করবেন ভা ভ্রমণ করতে ইচ্ছুক।
৩। প্রত্যেকটি জায়গার জন্যে আছে কমিউনিটি, যেখানে আপনি অই জায়গাতে আগে গিয়েছে, যাবে অথবা এমনিতেই আগ্রহী এমন সকল মানুষকে পাবেন, তাদের সাথে ১ঃ১ চ্যাট করতে পারবেন, গ্রুপ চ্যাট করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন.
৪। সাইট টিতে রয়েছে অন্যান্য ভ্রমণকারীদের পারসোনাল ম্যাসেজ/চ্যাট এবং অনেকজন এর সাথে একসাথে গ্রুপ ম্যসেজ/চ্যাট করার সুবিধা। এতে করে খুব সহজেই আপনি কোথাও ভ্রমণ এর প্লান করলে অন্যান্যদের সাথে করতে পারেন অথবা যারা ইতিপুর্বে ভ্রমণ করেছে তাদের সহযোগিতা নিতে পারেন।
৫। সাইটটিতে রয়েছে G-Feed যেখানে আপনি আপনার interest এবং পরিকল্পনা এর সাথে মিল আছে এমন সকলের ভ্রমণ বিষয়ক তথ্য, ফটো্, লিঙ্ক এবং অন্যান্য বিষয়াদি দেখতে পাবেন।
৬। আপনি কোন ভ্রমণ পরিকল্পনা করে রাখলে অথবা কমিউনিটি তে যুক্ত থাকলে সেখানকার যেকোনো অ্যাক্টিভিটি আপনি নোটিফিকেশান হিসাবে পেয়ে যাবেন।
৭। যেকোনো স্থানের কাছাকছি হোটেল, রেস্টুরেন্ট, ডাক্তার, বাস স্টপ, হসপিটাল, ট্রান্সপর্ট, গাড়ি সুবিধা সহ আরও অনেক দরকারি জিনিস খুব সহজেই ম্যাপ সহ খুঁজে পাবেন।
আমি শাকিল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।