আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর কিছু দিন পর মুসলমানদের সবচেয়ে বড় খুশির দিন ঈদ। আর সেই ঈদের আমরা সবাই চাই পরিবার পরিজন নিয়ে আমরা ঈদের দিনটা কাটাতে। কিন্তু সমস্যা হল আমরা যারা পরিবারের কাছ থেকে দূরে থাকি তারা ঈদে বাড়ি যেতে অনেক সমস্যায় পড়ে থাকি। বাস কিংবা ট্রেন এর টিকিট নিয়ে অনেক জামেলায় পড়ে থাকি। আজ আমি দেখাব কিভাবে সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। তার আগে আমি কিছু ইনফরমেশন জেনে নিন।
অনলাইনে ট্রেনের টিকিট সাধারনত ১০ দিন আগে টিকিট ছেড়ে থাকে। যেমন আজ সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত আগামী ২২ তারিখের টিকিট ছেড়ে থাকে। আর আপনি যদি অনলাইনে টিকিট কেটে থাকেন তারা ঠিক সকাল ৯টায় অনলাইনে বসে যাবেন আর আপনি যদি টিকিট সার্চ করলে একবার না আসে আপনি বারবার চেষ্টা করে যাবেন আর যখনই টিকিট এসে যাবে যত দ্রুত সম্ভব তা কেটে নিবেন। কারন দেরী করলে সেই টিকিট অন্য কেউ কেটে নিবে। এভাবে আমি প্রতিনিয়ত অনলাইনে টিকিট কেটে থাকি।
প্রথমে আপনি esheba নামে ওয়েবাসাইটে রেজিস্ট্রেশন করে নিবেন। নিচের ভিডিও Description এ ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। তারপর ঐ ওয়েবাসইটে লগইন করবেন এবং Purches Ticket এ ক্লিক করে আপনি কোথায় থেকে কোথায় যাবেন তা সিলেক্ট করুন, তারিখ সিলেক্ট করুন, এবং কোন শ্রেণীর টিকিট কাটবেন তা সিলেক্ট করে তা সার্চ করুন। যদি টিকিট সার্চ করে পান তাহলে নিচের মত দেখাবে।
তারপর তাড়াতাড়ি টিকিটটি কিনে নিন। এবং টিকিট কেনা শেষ হলে আপনার মেইলে একটা কোড যাবে সেই কোডটা আপনি লিখে রাখবেন এবং কমলাপুর রেলওয়ে স্টেশন এর E-ticket কাউন্টারে যাবেন এবং কোডটা দেখাবেন আপনাকে তারা টিকিট দিয়ে দিবে।
বিস্তারিত ভিডিওতে দেখুন
আমার চ্যানেলে Subscribe করুন নতুন নতুন ভিডিওগুলো পেতে।
আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার আমন্ত্রন জানাচ্ছি। প্রযুক্তির সাথে থাকুন সব সময়।