এতদিন শুধু Ubuntu (linux) ব্যবহারকারীরা শুধু ৪টি Desktop ব্যবহার করতে পারতো, কিন্তু এখন Windows XP তে ব্যবহার করতে পারবেন ৪টি Desktop| এ জন্য মাইক্রোসফ্ট রিলিজ করেছে একটি ছোট Add in যা সেট আপ করলে আপনি ও Windows XP তে ব্যবহার করতে পারবেন ৪টি Desktop| আপনাকে যা করতে হবে, প্রথমে নিচের লিংক এ ক্লিক করলে মাইক্রোসফ্ট পাওয়ার টয় পেজ খুলবে , সেখান ডান দিকে ডাউনলোড এর জন্য অনেক গুলো Add in পাবেন সেখান নীচে Deskman.exe নামক মাইক্রোসফ্ট Virtual Desktops on Windows XP টি ডাউনলোড করে সেটআপ করে নিন। Installation শেষ এবার চালু করার পালা। প্রথমে টাস্ক বারে মাউস এর রাইট বাটন ক্লিক, তারপর Toolbar ক্লিক, Desktop manager এক্লিক করলে টাস্ক বারে তারপর Virtual Desktop আইকন দেখাবে (১,২,৩,৪ এ রকম) এবং এখন যে Desktop টি Active অবস্থায় থাকবে তার মধ্যে নীল রং দেখাবে, এর মধ্যে মাউস এর রাইট বাটন ক্লিক করে Configure Desktop Images এবং Configure Shortcut Keys থেকে আপনি ইচ্ছে মতো করতে Configure পারেন। আর আপনি Desktop এক থেকে অন্য Desktop এ যেতে শুধু নাম্বারে ক্লিক করুন। মজার বিষয় হচ্ছে প্রতিটি Desktop এ আপনি আলাদা আলাদা Application খুলতে পারবেন।
আমি ফয়সাল মুন্সী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 275 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা নিয়ে টিটিতে আগে টিউন হয়েছে
ধণ্যবাদ