নমস্কার,
প্রিয় টেকটিউনস বন্ধুরা সবাই ভাল আছেন তো। আপনাদের দোয়ায় আমি ভাল এখন ভাল আছি। অনেকদিন অসুস্খ থাকার কারনে এতদিন কোন কোন টিউন করতে পারিনি। আশা করি সবাই ভাল আছেন। কাজের কথায় আসা যাক।
আজ আমি আলোচনা করব গ্রামীন সিমের ইন্টারনেট অফার নিয়ে। গ্রামীন সিম কোম্পানি মাঝে মাঝে অনেক অনেক হঠাৎ করে বিভিন্ন প্যাকেজের উপর অনেকে ইন্টারনেট অফার দিয়ে থাকেন। আজ যে অফারটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হয় 4 জিবি ইন্টারনেট 179 টাকায় কিভাবে একটিভ করবেন। ভেবে দেখুন কোন লস হবে না। বলে রাখছি আমার 4 টা সিমে এই অফার টা পেয়েছি । যদি কারো সিমে না আসে তবে কেউ আমাকে গাল দিবেনা প্লিজ।
এই অফারটি একটিভ করতে হলে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। প্রথবে আপনার ব্যালেন্স এ 180 টাকা রাখুন এবং আপনার ফোনের ডায়াল অপশনে যান এবং ডায়াল করুন *121*3084# 179 টাকা কেটে নি্ব এবং আপনি পেয়ে যাবেন 179 টাকায় 4 জিবি ইন্টারনেট। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1*2# । আজ এইা পর্যন্ত সবাই ভাল খাকবেন।
আমার ইউটিউব চ্যানেল ভাল লাগলে সাবক্রাইব করবেন।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
মেয়াদ কয় দিন ? কয়টা থেকে কয়টা পর্যন্ত ?