আপনার হোস্ট এর ফাইল বা ফোল্ডার পরিচালনা করুন অনলাইন থেকেই!

অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনার হোস্ট এর ফাইল আপ-লোড বা ডাউনলোড করে থাকেন। আমিও করেছি তবে ৪ থেকে ৫ দিন কারন আমি মোবাইল ইন্টারনেট ব্যবহার করি তাই। আমি যখন ওয়ার্ডপ্রেস আর জুমলা ইন্সটল করার জন্য আমার হোস্ট এর FTP একাউন্ট দিয়ে ফাইল আপলোড করছিলাম তখন আমার সময় আর সময় নস্ট হচ্ছিলো। কারন একটাই সেটা হলো আমি যদি ৪ থেকে ৫ টি ফাইল আপ-লোড করি তাহলে সময়টা কোন সময় না মানে আমার কম ফাইল আপ-লোড করতে কোন অসুবিধা ছিলো না আর আমি যখন ওয়ার্ডপ্রেস (৭৫৬ টি ফাইল ছিলো)
আপলোড করছিলাম তখন আমার সময় কাটছিলো না এতো সময় নস্ট হচ্ছিল যা আমি আপনাদের বলে বোঝাতে পারব না। আরেক দিন মনে করলাম জুমলা আপলোড করব কিন্তু একি দাশা জুমলা তে সাত হাজার এর উপর ফাইল আছে! এখুন বলুন কত সময় লাগতে পারে আমার মতে মনে হয় দুই দিন লাগত! এখন আমি যদি আমার হোস্টিং থেকে জুমলা ইন্সটল করি তাহলে হয়তো ২ মিনিট লাগতে পারে। এটা চিন্তা করে অনলাইন ফাইল ম্যানেজার খুজতে লাগলাম আর পেয়েও গেলাম। এবং ফাইল ম্যানেজার এর আসল মজা টা পেলাম (মজা আমি পেয়েছি কিন্তু আপনারা পাবেন কিনা? সেটা আমি বলতে পারছিনা)।

সেখানে কি কি ধরনের সুবিধা আছে তা নিচে দেখে নিনঃ-

* যেকোন FTP সার্ভার এর অ্যাড্রেস ব্যবহার কারির নাম দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগিন করে সকল ফাইল এবন ফোল্ডার মানেজমেন্ট করতে পারবেন।
* সেখানে দুই তিন ভাবে ফাইল আপলোড করতে পারবেন। যেমনঃ .zip, .tar, .tgz and .gz. এভাবে কমপ্রেস করে ফাইল আপলোড করতে পারবেন। এই সিস্টেম এ আমি জুমলা ৫ মিনিটে আপলোড করেছি।
* সহজেই আপনার যেকোন ওয়েবওয়ার ফাইল এডিট করে সেভ করতে পারবেন। যেমনটি আপনি নোটপ্যাড দিয়ে এডিট করেন। যেমনঃ html.php ইত্যাদি
* এক হোস্টের ফাইল অন্য হোস্ট এ ট্রান্সফার করতে পারবেন।
* যেকোন ফাইল বা ফোল্ডার সার্চ করতে পারবেন।
* হোস্ট থেকে একসাথে ফাইল ব্যাকআপ নেয়ার জন্য .zip, .tar, .tgz and .gz ভাবে কম্প্রেস করে ডাউনলোড করতে পারেন। (একসাথে সকল ফাইল ডাউনলোড করলে অনেক ঝামেলা থেকে সময় বাঁচাতে পারবেন)
* এবং কিছু কিছু CMS,Bloging,PHP সফটওয়্যার ইন্সটল করতে পারবেন।

সাইটটির লিঙ্কঃ http://www.webftp.jbi.in/

Level 0

আমি Md. Mijannur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস