আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা। জন্ম নিবন্ধন নিয়ে আজ আমার দ্বিতীয় টিউন। গত টিউনে আমি দেখিয়েছিলাম কিভাবে কিভাবে একটি জন্ম সনদের জন্য আবেদন করতে হয়। আজ আমি দেখাবো আপনার আবেদন করার পর আবেদন টি মঞ্জুর হল কিনা তা কিভাবে অনলাইনে জানতে পারবেন। অর্থাৎ আপনার আবেদন এর স্ট্যাটাচ জানতে পারবেন। এবং জন্ম সনদ পেলে সেটি সঠিক কিনা তা কেমন করে জানতে পারবেন। কাজটি কে অ্যাপস এর সাহায্যে এবং ওয়েবে দুই ভাবে ই করা যায়। আমি দুটি বিষয় নিয়েই আলোচনা করবো।
প্রথমে দেখবো কিভাবে আবেদনের স্ট্যাটাচ চেক করবেন।
১। অ্যাপস এর সাহায্যে কিভাবে করবেন?
প্রথমে মোবাইলের ডাটা কানেকসন চালু করুন। এবার অ্যাপস টি ওপেন করুন। (অ্যাপস না থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। )
Your birth registration application has been successfully registered!
The application submission date is: 18-11-2016.
Your Birth Registration Number(BRN) is: 20164719427101116. Birth registered on: 18-11-2016
Thank you for using this service.
তারমানে আপনার আবেদন টি মঞ্জুর হয়েছে। এবং আপনি আপনার জন্ম সনদের নাম্বার পেয়ে গেছেন। যেটি দিয়ে সনদ না থাকলেও আপনি আপনার গুরুত্বপূর্ণ অনেক কাজ চালাতে পারবেন। উপরের আবেদন এর জন্ম নিবন্ধন নাম্বার টি হলঃ
Your Birth Registration Number(BRN) is: 20164719427101116.
আর জন্ম তারিখ তো আমরা যা দিয়েছিলাম সেটাই।
নিচের ০১ মিনিটের ভিডিও টি দেখতে পারেন। যেখানে প্রাকটিক্যালী কাজটি দেখানো হয়েছে।
২। ওয়েবে স্ট্যাটাচ চেক করার নিয়মঃ
এই লিংকে ক্লিক করে উপরের নিয়মে কাজ করে যান। অথবা নিচের ভিডিও দেখুন।
ভিডিও -১
ভিডিও -২
এবার আমরা দেখবো কিভাবে একটি জন্ম সনদ কে অনলাইনে ভেরিফাই করতে পারবেন। অর্থাৎ ঐ জন্ম সনদটি সঠিক, না ভুয়া সনদ তা জানতে পারবেন। এটি ও আমরা দুই ভাবে দেখতে পারি। নিচে দুটি বিষয় নিয়ে আলোচনা করছি।
১। অ্যাপস এর সাহায্যে কিভাবে করবেন?
প্রথমে মোবাইলের ডাটা কানেকসন চালু করুন। এবার অ্যাপস টি ওপেন করুন। (অ্যাপস না থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। )
* Verify Birth Certificate এ ক্লিক করুন।
* যে পেজটি আসবে সেখানে প্রথম ঘরে (Birth Registration Number) এর ঘরে আপনার জন্ম সনদের যে নাম্বারটি আছে সেটি লিখুন।
* Date of Birth এর ঘরে ঐ সনদে যে জন্ম তারিখ আছে সেটি লিখুন।
* এবার Verify বাটনে ক্লিক করুন।
* আপনার সনদ টি সঠিক হলে নিচের দিকে দেখুন সকল তথ্যাদি চলে এসেছে। আর যদি ঠিক না থাকে তাহলে Matching birth records not found লেখা আসবে।
* এভাবে আপনি অ্যাপসটি ব্যবহার করে সহজেই একটি জন্ম সনদ ভেরিফাই করতে পারবেন।
কাজটি করার ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
২। ওয়েবে ভেরিফাই করার নিয়মঃ
এই লিংকে ক্লিক করে উপরের নিয়মে কাজ করে যান। অথবা নিচের ভিডিও টি দেখুন।
বুঝতে কোথাও কোন সমস্যা থাকলে অথবা আলোচ্য বিষয় সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। আমার জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইনশা আল্লাহ। আর টিউন টি থেকে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে লাইক টিউমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইলো। তাতে আমি আরো উৎসাহিত হয়ে আপনাদের জন্য লিখবো। ইনশা আল্লাহ। আজ এ পর্যন্ত কথা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন। খোদা হাফেজ
আমি মোঃ রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 59 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রিল্যান্সার, গ্রাফিক্স, ওয়েব, এ্যাপস ডিজাইনার ও ডেভলপার, লেখক,অভিনেতা ও পরিচালক।
এইটি অনেক দিন আগে http://mujibtrader.blogspot.com এই সাইটে প্রকাশিত হয়