বাংলাদেশ এর ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য কোন DNS সার্ভার বেস্ট?

DNS কি?

যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে বা এ সম্পর্কে আইডিয়া রাখে, তাদের কাছে DNS একটি পরিচিত বিষয়। সাধারণত ISP গুলো default হিসেবে ব্যবহারকারীদের জন্য DNS সার্ভার সেট করে রাখে। সহজ ভাষায় Domain Name Servers (DNS) সার্ভার হল মোবাইলের ফোনবুকের মত, আমরা যেখানে কারো নাম লিখে সার্চ করি এবং ডায়াল করলে ওই নামের ব্যক্তির নাম্বারে কল চলে যায়।

DNS সার্ভার এর কাজও ঠিক একই। আমরা একেকটা ওয়েবসাইটকে একেকটা URL লিঙ্ক দ্বারা access করলেও ইন্টারনেট ওই URL দ্বারা ওয়েবসাইটকে চেনে না, ইন্টারনেট ওয়েবসাইটকে চেনে ওই ওয়েবসাইটের IP address দ্বারা। ধরুন আপনি লিখলেন http://www.example.com, যা আপনি বা আমি চিনি, কিন্তু ইন্টারনেট এটাকে চেনে না। উদাহরণসবরূপ ইন্টারনেট এটাকে চেনে 101.12.70.1 এইভাবে।

Third-party DNS সার্ভার কেন দরকার?

কোন URL টা কোন IP address এ যাবে তা চেনার কাজটাই করে এই DNS সার্ভার। এটা অদৃশ্যভাবে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য কাজ করে। DNS সার্ভার যত তাড়াতাড়ি এই চেনার কাজটা করে দেবে, ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেট ব্রাউজ করেও তত গতি পাবে। এই DNS সার্ভারের ওপরে আপনার ব্রাউজিং এর নিরাপত্তাও জড়িত। তাই ISP ব্যাতীত thirdparty DNS ব্যবহার করতে গেলে অবশ্যই আন্তর্জাতিকভাবে রেপুটেড কোম্পানির provide করা DNS সার্ভার এড্রেস ব্যবহার করা উচিত।

বর্তমানে Third-party সার্ভার গুলো তাদের ব্যবহারকারীদের জন্য কিছু সুবিধা offer করে থাকে। এর মধ্যে নিরাপত্তার বিষয়টি মূখ্য। এছাড়া আপনি হয়ত একটা লিঙ্কে যেতে গিয়ে অন্য URL এ বারবার redirect হয়ে যাচ্ছেন বা আপনার input করা URL টি লোড না হয়ে বার বার Ad দেখাচ্ছে। কিংবা এমন হতে পারে একটা ওয়েবপেইজ লোড নিতে অনেক সময় লাগছে বা লোড হলেও ভেতরের অনেক ছবি ও লোগো আসছে না। অনেক ক্ষেত্রে DNS এড্রেস পরিবর্তন করে এই সকল সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

বাংলাদেশে কোন DNS সার্ভারটি ভাল হবে?

একটা Broadband লাইনের ব্যবহারকারীদের জন্য ISP যে ডিফল্ট DNS সেট করে রাখে সেটাই এমনিতে ভাল। তবে যদি উপরে উল্লেখিত সমস্যা গুলো আবির্ভূত হয় তাহলে ডিফল্ট টা পরিবর্তন করা ছাড়া উপায় নেই। পৃথিবীতে সবচেয়ে বড় DNS সার্ভার হল গুগল এর DNS সার্ভার, বাংলাদেশের কাছাকাছি Singapore এ যার ডেটা সেন্টার আছে। অত্যন্ত আধুনিক টেকনোলোজির হওয়ায় এটাতে স্পিড অনেক ভাল এবং বিশ্বস্ত কিনা তা আর নাই বা বললাম, কারণ গুগল বলে কথা। এছাড়াও আরও অনেক ভাল ও বিশ্বস্ত DNS সার্ভার আছে। গুগল এর পরেই আছে OpenDNS এর নাম। বাংলাদেশের কাছাকাছি OpenDNS এর ডেটাসেন্টার আছে হংকং এ। এছাড়া Level3, Comodo, Norton, Verisign, Yandex, UltraDNS ইত্যাদি DNS ও আছে। গুগল সেরা, তবে গুগল ছাড়া যদি অন্য DNS কেউ ব্যবহার করতে চান তাহলে Verisign DNS টা recommend করব, কারণ বাংলাদেশী ব্যবহারকারীদের জন্য এটা বেস্ট অল্টারনেটিভ। এটা দিয়ে almost গুগল DNS এর মত স্পিড পাবেন। এটার ডেটা সেন্টার বাংলাদেশের সবচেয়ে কাছে ভারতের গুরুগাঁও তে অবস্থিত। গুগল ব্যাতীত অন্য DNS ব্যবহার করলে সেটাই নিন, যেটার ডেটা সেন্টার আপনার সবচেয়ে কাছে। কারণ ডেটা সেন্টার দূরে হলে বিভিন্ন app এর Ping টেস্টে ভাল রেজাল্ট দেখালেও আপনি responsive ব্রাউজিং স্পিড পাবেন না।

Google DNS >> https://developers.google.com/speed/public-dns/

Verisign DNS >> https://www.verisign.com/en_US/security-services/public-dns/index.xhtml

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি টেক ফ্রিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টেক ফ্রিক,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।