বাড়িয়ে নিন আপনার ব্রডব্যান্ড স্পীড advanced IP scanner দিয়ে।

আমি জানি না এটা নিয়ে আগে কেও টিউন করেছেন কিনা, যদি করে থাকেন ক্ষমা চেয়ে নিচ্ছি।

ধরুন আমি ব্যবহার করি ৫১২ কেবিপিএস এর লাইন। এতে আমি ডাউনলোড (ইউটিউব বা গুগোল রিলেটেড সব ছাড়া) স্পীড পাই মাত্র ৬০ কেবি এর জন্য আমাকে মাসে দিতে হয় ৫০০-৬০০ টাকা। অন্যদিকে আমার বন্ধু ইউজ করে ১ এমবিপিএস এর লাইন যে স্পীড পায় ১৩০ কেবিপিএস যার জন্য তাকে মাসে দিতে হয় ৭০০-৮০০ টাকা।

আমি যেহেতু কম টাকা দিচ্ছি স্পীডও কম পাচ্ছি অন্য দিকে আমার বন্ধু বেশি টাকা দিচ্ছে বলে বেশি স্পীড পাচ্ছে।

কিন্তু এমন যদি হয় আমি ৫০০ টাকাই দিলাম কিন্তু স্পীড পেলাম ৭০০ টাকার তবে কেমনে হয়?

জি এ সম্ভব। আর তাই আজ আপনাদের সামনে এসেছি advanced IP scanner নিয়ে।

এটি এমন একটি এপস যার সাহায্যে আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীড খুব সহজেই।

প্রশ্ন আসতে পারে, এ কি করে সম্ভব?

উত্তর টা সহজ। আমরা যারা ব্রডব্যান্ড ইউজার তাদের কে একটি আইপি এড্রেস দেওয়া হয়। যে এড্রেসে নির্দিস্ট করে দেওয়া হয় আপনি বা আমি কত টুকু স্পীড পাবো।

advanced IP scanner এমন একটি ফ্রী সফটওয়্যার যা আপনাকে খুঁজে দিবে আপনি যেই প্রোভাইডরের ব্রডব্যান্ড লাইন ইউজ করছেন তার কানেকশন দেওয়া সব আইপি।

আর এই আইপি দিয়েই আপনি আপনার স্পীড বাড়াবেন।

যাই হোক এবার আসা যাক আসল কাজে।

প্রথমে আপনাকে এখান থেকে advanced IP scanner ডাউনলোড দিয়ে নিতে হবে।

এরপর তা ইন্সটল করতে হবে।

এবার advanced IP scanner ওপেন করে নিচের ছবির মত দুইটি আইপি বসান।

172.16.90.0-172.16.90.254 এই আইপি দুইটির মাঝে আমার আইপিও আছে। অর্থাৎ যেই আইপি টি আপনার তার সিরিয়ালের প্রথম এবং শেষ আইপি বসাবেন।

এবার Scan এ ক্লিক করুন

এবার দেখুন অনেক গুলো আইপি এবং ম্যাক এড্রেস সিরিয়াললি দেখাচ্ছে

 

এখান থেকে প্রথমে যেকোন একটি ম্যাক এড্রেস কপি করে নিন এবং Network and Sharing Center> change adapter setting > local area connection এ গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ যান।

এবার নিচের ছবির মত গিয়ে ম্যাক পরিবর্তন করুন

 

এবার শেষ কাজ আইপি পরিবর্তন করা। তার আগে মনে রাখবেন যেই ম্যাক টি আপনি কপি করে বসিয়েছে আপনার পিসিতে সেই ম্যাকের আইপি টিই কপি করে নিবেন। এবং ছবিতে দেখানো যায়গায় বসাবেন

 

এবার OK করে বের হয়ে আসুন।

এভাবে একটি একটি করে আইপি চ্যাক করে দেখতে হবে কোনটায় স্পীড বেশি আছে। অনেক প্রোভাইডর একি সিরিয়ালে নির্দিষ্ট স্পীড রাখে। অর্থাৎ 192.18.80.0 এই ৮০ সিরিয়ালে হয়ত ১ এমবি স্পীড রাখল অন্য সিরিয়ালে অন্যটি আবার অনেকে একি সিরিয়ালে সব স্পীড রাখতে পারে। আমার প্রোভাইডর যেই সিরিয়ালে ৫১২ কেবিপিএস দেয় সেই সিরিয়ালেই ৮ এমবিপিএস দেয় দেখতে পেলাম। আর আমি এখন ৫১২ কেবিপিএসের গ্রাহক হয়েও ৪ এম্বিপিএসের লাইন চালাচ্ছি 😀

বুঝতে সমস্যা হলে ভিডিও টি দেখুন। এতে আপনাদের কাছে সহজ হয়ে যাবে আর আমার ভিউয়ার বাড়বে 😀 😀

সবাইকে ধন্যবাদ

 

Level 0

আমি মিয়াঁও মিয়াঁও। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন হোক বা পুরনো, সবই জানতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আরে ভাই এইটা যদি হইতো.. তাহলে আপনি আর আইপি স্কেনার দিয়ে স্কেন করতেন না… আপনার বন্ধুর আইপি আর ম্যাক কপি করে আইনা চালাইয়া দিতেন..

    আপন বন্ধুর পিছনে বাঁশ কেন আমি দিতে যাবো?
    আর পোস্টে লেখা ছিল “ধরুন” 🙂

      Level 0

      আমার জানামতে আমাদের বিডি তে ব্রডব্যান্ড আনলিমিটেড.. তো এখানে বাঁশ এর প্রশ্ন কিভাবে আসলো..?

        প্রথমতঃ আমি পোস্টে কোথাও বাঁশ দেওয়ার কথা বলি নাই।
        দ্বিতীয়তঃ স্পীড আনলিমিটেড কেও দিবে না। আমার লাইন দাতার সর্বচ্চ স্পীড ৮ এমবিপিএস।
        তৃতীয়তঃ একজনের আইপি একের অধিকজন ব্যবহার করলে যতজন ব্যবহার করবে ততজনের মাঝে স্পীড ভাগ হয়ে যায়। অর্থাৎ আপনি যদি কারো ২ এমবিপিএসের আইপি ব্যবহার করেন তবে মূল স্পীড যদি ২০০ কেবিপিএস হয় তবে দুইজনের মাঝে তা ভাগ হয়ে যাবে যদি একি সময় দুইজনই অনলাইনে থাকে।

          Level 0

          প্রথমত: আপনার কমেন্ট দেখুন সেখানে বাঁশ এর কথা বলেছেন.. 😛
          দ্বিতীয়থ: আমি স্পিড এর কথা বলিনাই.. bandwidth এর কথা বলেছি.. 🙂
          তৃতীয়ত: আমার জানা ছিল না যে একজনের আইপি অধিকজন ব্যবহার করলে স্পীড ভাগ হয়ে যাবে. (আগে তো কখনো করি নাই তাই)…

          আমি এর আগে ট্রাই করেছিলাম হইনাই.. আর আপনার পিসিতে যেভাবে সেটআপ করা আমার পিসিতে সেইরকম নাই.. সবকিছু অটো করে দেওয়া এবং কিছুদিন আগে আমি স্কেনার দিয়ে সার্চ করেছিলাম সেখানে শুধু আইপি আসে কিন্তু ম্যাক আসে না……

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার আসল ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

ami to rauter use kori? router diye ki mac address change hobe?

প্রিয় মিয়াঁও মিয়াঁও,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।