সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজকে টিউনটি শুধু নতুনদের জন্য।যাদের এখনও অনলাইনে কোন প্রকার নিজের সাইট নেই তাদের জন্য আজকের এই টিউন।যারা এখন ক্লাস xi-xii (Eleven-twelve) পড়তাছো তাদের জন্য অনেক হেল্প হবে কারন তোমাদের ওয়েব সাইট ডিজাইন অধ্যায় তা শেষ হয়ে যাবে আজকের এই টিউনে।শুরুতেই দেখে নেই আমরা ফুল টিউন মনযোগ দিয়ে করলে কি হবে। নিচের চিত্রের মত আমাদেরও একটা অনলাইনে সাইট থাকবে।
যদি ডেমো ডেখে ভালো লাগে তাহলে কাজ শুরু করে দিতে পারি। আগেই বলে রাখি এটা আমি তৈরি করতে wapka . mobi সার্ভার ব্যবহার করেছি।এটা কিছুদিন আগে এই সার্ভার সমস্যা ছিল হয়তো অনেকে জানেন কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে।এখন আর কোন সমস্যা হচ্ছে না।
এই সাইট তৈরি করার শুধু টিউটোরিয়াল আমি দিবো না সাথে আপনার তৈরি করতে যা যা লাগে তার কোড আমি দিয়ে দিব সম্পূর্ন ফ্রিতে।তাই আপনি কয়েক ঘন্টা কষ্ট করে ট্রাই করলে আপনার নিজের নামের সাইট হয়ে যাবে। এজন্য তেমন কিছুই করার লাগবে না আমি যেই কোড দিয়ে দিব আপনি শুধু কপি আর পেষ্ট করবেন,এই হল আপনার কাজ।আর আমি এই টিউটোরিয়াল শেষ করতে তিনটি ভিডিও তৈরি করেছি ।নিচে ভিডিও গুলো শেয়ার করা হল।এই ভিডিও গুলো আসতে আসতে দেখবেন এবং আমি যেখান থিকে কোড কপি করে যেখানে পাষ্ট করি আপনারা ঠিক তাই করেব তাহলে দেখবেন আসতে আসতে আপনার সাইট হয়ে যাচ্ছে।
এই ভিডিও দেখার সাথে আপনার যে কোড লাগবে তা এখান থিকে ডাউনলোড করুন
এই ভিডিও দেখার সাথে আপনার যে কোড লাগবে তা এখান থিকে ডাউনলোড করুন
এই ভিডিও দেখার সাথে আপনার যে কোড লাগবে তা এখান থিকে ডাউনলোড করুন
যদি মনে করেন আপনার সমস্যা হচ্ছে তাহলে বলব উপর থেকে ভিডিও টা আবার দেখেন।তাহলে আর সমস্যা থাকবে না। এই বিষয়ে কোন কিছুর জানার থাকলে আমার YouTube Channel যোগাযোগ করতে পারেন কোন সমস্যা হলে। সবাই ভালো থাকবেন ব্যাই।
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai wapka.mobi site to ডোকা যায় না fb te asen nok korteche