হুয়াওই মডেম এর ডেফল্ট ডেশবোর্ড এ voice call/ video call (3g only) / mms/ ussd (Balance check) করার সুবিধা আছে কিন্তু gp তাদের প্রোডাক্টে এই সব অপশন গুলো বাদ দিয়েছে মডেমের দাম কমানোর জন্য। আজ আমি আপনাদেরকে বলব কিভাবে huawei এর মডেম এ সকল সুবিধা কিভাবে পুনরায় চালো করবেন। আর একটি কথা আমি gp মডেম এর এই সুযোগ এর কথা tanmoy.net এখান থেকে জানতে পেরেছি। tanmoy ভাইয়ের website এ বর্ণনা করা নাই তাই আমি এখানে লিখছি।
প্রথমেই আপনাদেরকে huawei মডেম এর সব প্লাগিন সহ default dashboard download করতে হবে।নিচে লিঙ্ক দিলাম।
এই dashboard update টা আপনাদের কম্পিউটারে download করার পরে মডেম এর সিম কার্ড খুলে তারপর ভালভাবে ইউএসবি তে লাগাতে হবে ডিলাডালা ইউএসবি ব্যবহার করা থিক হবেনা আর যাদের পিসি তে ups/ips নেই তাদেরকে বলব কোন বন্ধুর কাছে ups সহ pc থাকলে সেখান থেকে ফ্ল্যাশ দিয়ে আনার জন্য।Dashboard update/flash নিতে যদিয়ও ৩-৬ মিন সময় নিবে তবু এর মধ্যে loadsheding হলে আপনার মডেম একেবারে অকেজ হয়ে যাবে। তাই সতরকতা অবলম্বন করুন। একবার সফল ভাবে আপডেট দিতে পারলে ত আর চিন্তা নেই সব কিছুই করতে পারবেন।
যারা আপডেট দিতে ভয় পাচ্ছেন বা যাদের pc তে ups নেই তাদের জন্য একটি বিকল্প আছে। আপনাদেরকে নিচে আমি dashboard update এর একটি non flashable version দিচ্ছি। এটা শুধু pc তে ইন্সটল করে নিলেই হবে মডেম ফ্ল্যাশ দিতে হবেনা।
যেসব মডেল এ এই dashboard update টি কাজ করবে তার লিস্টঃ
B960/B970//D100//E122/E150//E1550//E1552//E1553//E1556//E156//E160//E161//E1612//E169//E1690//E1692//E170//E172//E173//E1750//E1752//E1756//E176//E1762//E180//E1820//E219//E220//E226//E230//E270//E272//E510//E5830//E5832//E612//E618//E620//E630//E660//E800//E870//E960//E970//EC121//EC1260//EC168//EC226//EC321//EC325//EM770//ETS2205//ETS22080//ETS2222//ETS2258//K3520//K3565/
K3715//K3765//K4505/
নিচে default dashboard এর একটি ছবি দিলাম।
বি.দ্র: পোস্ট এ কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আর সবাই ভাল থাকবেন।
আপডেট :
আপনারা যারা সফল হতে পারেননি তারা http://www.dc-files.com এ গিয়ে droupdown লিস্ট থেকে huawei>>ur modem model>>firmware update এর zip ফাইল টি নামান এবং unzip করে মডেম এর firmware update করুন। আশা করি এর পর কাজ করবে।
আমি জুনায়েদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ,লেখাটি স্বয়ংসম্পুর্ন করে আপডেট করে দেয়ার আনুরোধ থাকল।