[HOT টিউন] GP ইন্টারনেট Offer, GP ইন্টারনেট Offer, যারা এখনো অবগত আছেন তারা তারাতারি এদিক আসুন

বন্ধুরা সবাই ভাল আছেন তো আজ আমি আপনাদের কে জানাব গ্রামীন সিম ব্যবহার কারীরা পেতে পারেন অল্প টাকার বিনিময়ে অনেক ইন্টারনেট MB । গ্রামীণফোন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। আমরা গ্রামীন সিম ব্যবহারকারীরা না না সময় অনেক অনেক অফার পেয়ে থাকি। তো চলুন কাজের কথায় আসি। একটি কোড ডায়ালের ম্যধমে গ্রামীনফোন কম্পানি আপনাকে জানিয়ে দিবে যে, আপনি কত টাকার বিনিময় কত মেগাবাইট ইন্টারনেট পাবেন। অবষ্যই মনে রাখতে হবে যে, আপনার সিমে যে পরিমান ইন্টরনেট ব্যবহার করবেন। ওরা মানে গ্রামীনফোন কোম্পানি আপনাকে তার উপর নির্ভর করে তত টাই দিবে।

কত ডায়াল করলে এই অফারটা পাওয়া যাবে

এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না।

  • আপনার মোবাইল ফোন টি হাতে নিন।
  • এবং ডায়াল করুন *2020#
  • গ্রামীনফোন কম্পানি আপনাকে একটি মেসেজের মাধ্যমে যানিয়ে দিবে আপনার কাঙ্খিত অফার।

আপনাকে যে অফার দিবে আপনি চাইলে ওটা নিতে পারেন। আমাকে 249 টাকায় 8 জিবি ইন্টারনেট দিছে। আজ আর বেশি কিছু লিখব না। সবাই ভাল থাকবেন।

ফেসবুকে আমি

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

meyad ke barano jai?

মেয়াদ বারানো যাবে না

সকল বন্ধুদের উদ্দেশ্য করে বলছি , গ্রামীন সীমের এই অফার এর মেয়াদ শেষ ।