সার্চ করলেই ২৫ ডলারের ভিসা গিফট কার্ড

স্কোর.কম এমন একটা সার্চ ইঞ্জিন যেটাতে গুগল, ইয়াহু, এবং এমএসএন এর কম্বাইন্ড সার্চ রেজাল্ট রিফাইন করে দেখানো হয়। সার্চ রেজাল্টের প্রতিটি সাইটের নীচে আছে নেগেটিভ/পজেটিভ ভোট দেয়ার ব্যবস্থা। সেই সাথে কমেন্ট লেখার ব্যবস্থা। পর্যাপ্ত পরিমান ভোটে কোন সাইটের পজিশন পরিবর্তিত হয়ে যায়। তাই সার্চের সাথে অসঙ্গত কোন সাইটের উপরের স্থান দখল করে থাকার কোন প্রশ্নই আসে না। সেই সাথে মুক্তি সার্চ রেজাল্টের মধ্যে বিরক্তিকর “স্পন্সরড লিংক” থেকেও।

সবচেয়ে বড় কথা এরা সার্চ করার জন্য ইউজারকে পয়সাও দেয়। বিজ্ঞাপন থেকে এরা যে পয়সা কামাই করে তার একটা অংশ এরা ইউজারদের সাথে শেয়ার করে, তাদের ভাষায় - সাইট বিল্ডিংএ সাহায্য করার জন্য। ইউজারদের বিভিন্ন একটিভিটিস এর জন্য এরা বিভিন্ন ধরনের পয়েন্ট দেয়। প্রতিটা সার্চের জন্য ১ পয়েন্ট, ভোটের জন্য ২ পয়েন্ট, কমেন্টের জন্য ৩ পয়েন্ট। মোট ৬৫০০ পয়েন্ট জমলে দেয়া হয় একটা ২৫ ডলারের ভিসা গিফট কার্ড। যেটা ক্রেডিট কার্ডের মতই স্বাধীনভাবে যেকোন জায়গায় খরচ করা যায়। সারা পৃথিবীর সবার জন্যই এটা উন্মুক্ত।

বোনাস পয়েন্টঃ
সাইন-আপ করলেই দেয়া হয় বোনাস ৫০ পয়েন্ট। এছাড়াও সাইন-আপের সময় ইমেইলের এড্রেসবুকের সব কন্টাক্টকে ইনভাইট করার পারমিশন দিলে পাওয়া যাবে ২০০ পয়েন্ট, এবং স্কোর টুলবার ডাউনলোড করলে বোনাস আরো ১০০ পয়েন্ট।

রেফারেল পয়েন্টঃ
নিজের রেফরেন্সে অন্যকেউ জয়েন করলে তার পয়েন্টের ২৫% রেফরেল পয়েন্ট হিসেবে পাওয়া যাবে যা মোট পয়েন্টের সাথে যোগ হবে।

প্রতিটা সার্চ থেকে সর্বোচ্চ পাওয়া যাবে ৪ পয়েন্ট। তাই পয়েন্ট কামানোর সবচেয়ে ভালো বুদ্ধি হলো একটা সার্চ করে কোন একটা ভোট অথবা কমেন্ট করে আরেকটা সার্চ করা। একদিনে ব্যাক্তিগত ভাবে সার্বোচ্চ পাওয়া যাবে ৫০০ পয়েন্ট। তার মানে ডেইলি ১২৫ টা সার্চ এবং ভোট/কমেন্ট করলে ১৩ দিনে ২৫ ডলারের একটা ভিসা কার্ড পাওয়া সম্ভব। আর কয়েকটা রেফারেল থাকলেতো কথাই নেই।

তাহলে শুরু করেন এখান থেকে জয়েন করে সার্চ করা। দেখা যাক কতদিনে পান আপনার ভিসা গিফট কার্ড।

Level 0

আমি বিদ্দংশী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি কি ভিসা কার্ড পাইছেন? ১৩ দিনে যখন পাওয়া যাবে তাইলে আপনি অবশ্যই পাইছেন। পারলে একটা ফুটুক তুইলা আমাদের সাথে শেয়ার করেন।

    ভাই এটা ভুয়া আমি সাইটটি চালুর সাথে সাথেই ট্রাই করেছি

    ট্রাই আমিও করেছিলাম। তবে এখন আর আইডিও মনে নাই। হা হা।

তাইলে উপকার হয়।

ভাই আপনি এতদিনে জানলেন এটা তো ৩ বছর আগের নিউজ, আর এই ফালতু জিনিস নিয়ে টিউন না করাই ভালো, কারণ এখান থেকে পেইমেন্ট নামের কোন কিছুই দেওয়া হয়না।

Ageo tt te porce mone hoe

দুই বচ্ছর ধরে পেয়াউট পাই নাই। তের দিনেও পসিবল না 😀

Level 0

ভাই এটি ভুয়া সাইট দেখুন http://www.mywot.com/en/scorecard/scour.com

    Level 0

    pc virus attack hotapara Cclenear dia clear korun

ভুয়া মনে হয়

আপনি কি পাইছেন?

আমি এখনো পাই নাই। সবার সাথে শেয়ার করলাম। আপনারা রিভিউ দিলে ভালো হয়।

Level New

vai VUA aita,,,SCAM………onek bochoe agee try disilam…..

    Level New

    pls dont waste time using scour

এটা একটা ভুয়া সাইট। কেন যে এই সাইট নিয়া টিউন করেন।

ভুয়া ভুয়া ভুয়া ভুয়া ভুয়া

সবাই যখন বলছেন আমারও মনে হয় এটা ভুয়া

আমার মনে হয় আপনি নিজে ট্রাই করে টিউন টি করেন নি।

আর পেলে screen shot সহ টিউন করুন।

আপনি ভালো জিনিস নিয়ে টিউন করুন। অযথা মানুষকে ঠকিয়ে লাভ কি??