সবাই কেমন আছেন?
আশা করি ভাল আছেন। আপনারা যারা ফ্রি নেট চালাতে পারেন না তাদের জন্য এই ট্রিক টি। অনেকেই বলে যে ০১৭১ কোড ছাড়া ফ্রি নেট হয় না। আমার ০১৭৮ এর কোড সিম দিয়ে ফ্রি নেট ইউজ করতেছি। ১ মাসের বেশি সময় ধরে। তাই আজ আপনাদের শেয়ার করতেছি। কিছু ভেজাল আছে তাই লিখলে হয়তো আপনারা বুঝবেন না, তাই ভিডিও টিউটোরিয়াল বানাইছি, সেখানেই প্রুভ দিয়েছি। প্লে স্টোর থেকে webtunnel ডাওনলোড করে নিন। ভিডিও টি দেখুন এখানে
GP UNLIMITED FREE NET
আপ্নারা আগে মনযোগ দিয়ে সব দেখবেন তারপর চেষ্টা করবেন। ভাল করে ট্রাই না করেই আমাকে বলবেন না। আমার চ্যানেল এ সাবস্ক্রাইব করুন, এর আগের টিঊন টি রিমুভ করা হউছে, আশা করি সবার কাজ করবে, আমি নিজে চালাই তারপর শেয়ার করলাম, কোন প্রব্লেম হলে টিউমেন্ট করুন। আমি হেল্প করব।দেখা হবে আগামী কোন টিউনে ততোক্ষন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যা টেকটিউনসের সাথেই থাকবেন, মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আল্লাহ হাফেজ।
আমি সৈকত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am a new.... trainer
টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।