বন্ধুরা, আশাকরি সবাই ভাল ও সুস্ত আছেন। আজকে খুবই আলাদা একটি টপিক নিয়ে কথা বলব।আজকের টিউনটি হচ্ছে ইউটিউব ভিডিও কিভাবে ফেসবুক এ বড় থাম্ননেল এ টিউন করবেন।অনেকে হয়তো এট সম্পর্কে আগে থেকেই জানে যারা জানেনা আশাকরি টিউনটি তাদের কাজে লাগবে।
আমরা সাধারণত ফেসবুক যখন কোন ইউটিউব ভিডিও টিউন করি তখন সেটি ছোট থাম্ননেল এ টিউন হয়। আর এই জন্য ভিডিও ভিউ কম হওয়ার সম্ভাবনা থাকে। সো আজকে আলোচনা করবো কিভাবে ইউটিউব ভিডিও বড় থাম্ননেল এ ফেসবুক এ টিউন করে ভিউ বাড়াবেন।কি অনেক কঠিন মনে হচ্ছে? বিষয়টি খুবই সহজ সুধু এর জন্য আপনাকে ইউটিউব ভিডিও লিংকটিকে জেনারেট করে নিতে হবে।
জেনারেট করার জন্য আপনাকে scorphq. নামে একটি সাইট এর সাহায্য নিতে হবে। বর্তমানে লারজ ভিডিও ফেসবুক এ টিউন করার জন্য scorphq আমার মতে সবচেয়ে ভাল এবং কার্যকরী।ব্যবহার করে দেখতে পারেন আর আপনাদের জিনিশটি ভালোভাবে বুঝানোর জন্য ভিডিও তে জিনিশটি ভালোভাবে দেখিয়েছি আপননারা নিচের ভিডিও লিংক থেকে ভিডিও টি দেখে নিবেন আশাকরি ভালভাবে বুঝতে পারবেন। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই টিউমেন্ট করে যানাবেন।
আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice post