বাংলালিংক সিমে ৫ টাকায় ১৫ মিনিট ৫ এসএমএস ৫ মেগাবাইট ইন্টারনেট

বাংলালিংক সিমে ৫ টাকা বান্ডেল প্যাক অফার। বাংলালিংক সিমে  মাত্র ৫ টাকায় ১৫ মিনিট টকটাইম, ৫ টি এসএমএস ও ৫ এমবি ইন্টারনেট! অফারটি পেতে ডায়াল  করুন *132*5#

বাংলালিংক ৫ টাকা ব্যান্ডলে প্যাক অফার :

  • অফারটি সকল প্রি-পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল (ই-ভাউচার এবং পিসিও ব্যতীত) গ্রাহকের জন্য প্রযোজ্য।
  • বান্ডিল প্যাকের মূল্য ৫ টাকা, আপনি পাবেন ১৫ মিনিট ৫ এসএমএস ৫ মেগাবাইট ইন্টারনেট।
  • বান্ডেল-এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *124*6#
  • বান্ডেল মিনিট যে কোন বাংলালিংক নাম্বারে (এফএনএফ ও স্পেশাল এফএনএফ ব্যতীত) রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
  • বান্ডেল এসএমএস যে কোন বাংলালিংক নাম্বারে ব্যবহার করা যাবে দিন-রাত ২৪ ঘণ্টা।
  • মিনিট, ডাটা এবং এসএমএস-এর মেয়াদ বান্ডেল ক্রয়ের দিন সহ থেকে ২ দিন।
  • কোন গ্রাহক যদি ৫ টাকা বান্ডেল-এর সাথে অন্য কোন মিক্সড বান্ডেল (মিনিট, এসএমএস, এমএমএস এবং ইন্টারনেট) ক্রয় করেন তাহলে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলালিংক থেকে বাংলালিংক (এফএনএফ ও স্পেশাল এফএনএফ ব্যতীত) কল-এর ক্ষেত্রে ৫ টাকা বান্ডেল আগে ব্যবহৃত হবে।
  • গ্রাহক একাধিকবার বান্ডেল ক্রয় করতে পারবেন। একাধিকবার এই বান্ডেল ক্রয়ের ক্ষেত্রে বর্ধিত মেয়াদ প্রযোজ্য হবে।
  • ১০ সেকেন্ড পালস্‌ ‌প্রযোজ্য
  • এসডি, ভ্যাট ও এসসি প্রযোজ্য
  • এই অফার সীমিত সময়ের জন্য

সৌজন্য:  টেলিমেলা ডটকম

Level 0

আমি টেলিমেলা ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোবাইল অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সর্বশেষ অফার, কলরেট, ইন্টারনেট প্যাকেজ সম্পর্কিত সকল তথ্য জানতে ঘুরে আসতে পারেন https://www.telemela.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস