বিডিনিউজ২৪
নিরপেক্ষ এবং মাণসম্মত সংবাদ প্রকাশের এই ওয়েবসাইটটি এর অবস্থান অনেকদিন ধরে সুদৃঢ়ভাবে ধরে রাখতে পেরেছে। বাংলাদেশে জনপ্রিয়তার ভিত্তিতে সব ওয়েবসাইটের মধ্যে এখন এটি ১৬ নম্বর(Alexa) অবস্থানে আছে। দুটি ভার্সনের মধ্যে এখানে সাইটটির বাংলা ভার্সনের Android Apps দিচ্ছি, ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে-
প্রথম আলো
এই সাইটটিও অনেকদিন ধরে জনপ্রিয়তার তুঙ্গে আছে। বাংলাদেশে এই অনলাইন পত্রিকার ওয়েবসাইট এখন জনপ্রিয়তায় ৩ নম্বরে(alexa) আছে। কাগুজে পত্রিকার মত অনলাইনেও সমান পাঠকপ্রিয় এই পত্রিকার ফ্রী ব্রাউজিং এর জন্য এনড্রয়েড এপস নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন-
আশা করি সবাই জানেন যে, internet.org বা, freebasics.com এর মাধ্যমে ফ্রীতে অনেক ওয়েবসাইট ভিজিট করা যায়। এই আপস দুটি ফেসবুকের দেয়া এই সেবা থেকেই তৈরি করা হয়েছে। তাই রবি এবং গ্রামীণফোন গ্রাহকেরা এপস ব্যবহার করেই ফ্রীতে ব্রাউজ করতে পারবেন।
(লেখাটি tutorialsbangla.com এ পূর্বে প্রকাশিত)
আমি Tutorialsbangla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 27 টিউনারকে ফলো করি।
আমার ওয়েবসাইট চাইলে দেখতে পারেন- http://www.tutorialsbangla.com
kger soft