আসসালামু আলাইকুম।
আশা করি সকলেই আল্লাহপাকের অসীম কৃপায় ভালই আছেন। আমি টেকটিউনসের সাথে আছি প্রায় ৬-৭ বছর ধরে। কিন্তু কখনও নিজে টিউন করার সাহস হয়নি! গত এক সপ্তাহ আগে টিউনারের খাতায় নাম লিখালাম! যা হোক
এটি আমার জীবনের প্রথম টিউন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।“ইন্টারনেট” আমাদের জীবনে বহুল প্রচলিত একটি শব্দ হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশে ইন্টারনেটের ইতিহাস খুব বেশি পুরনো নয়। ১৯৯০ সাল থেকে বাংলাদেশের ইন্টারনেটের ব্যবহার শুরু হয় BBSs এর মাধ্যমে। পরবর্তীকালে ১৯৯৬ সালে BTTB এর সাহায্যে এর অগ্রগতি সাধিত হয়। ২০১২ SEA-ME-WE4 এর অপটিক্যালফাইবারের মাধ্যেম দ্রুত গতির ইন্টারনেটের যাত্রা শুরু হয় ২০০৫ সালের বিটিআরসি’র সহযোগিতায় বাংলাদেশের ইন্টারনেট আজকের অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশের গড় ইন্টারনেটের গতি ১.৫/এমবিপিএস।যা বিশ্বের আন্যান্য দেশের দিকে তাকালে চোখ ছানা বড় হয়ে যাবে।চলুন দেখা যাক ‘আকামাই’ এর ‘The State of the internet’ প্রতিবেদন অনুযায়ী দ্রুতগতির ইন্টারনেটের শীর্ষ দশটি দেশঃ
১.দক্ষিনকোরিয়া ২৬.৩ এমবিপিএস
২.হংকং ২০.১ এমবিপিএস
৩.নরওয়ে ২০.০ এমবিপিএস
৪.সুইডেন ১৯.৭ এমবিপিএস
৫.সুইজারল্যন্ড ১৮.৪ এমবিপিএস
৬.সিঙ্গাপুর ১৮.২ এমবিপিএস
৭.জাপান ১৮.০ এমবিপিএস
৮.ফিনল্যান্ড ১৭.৬ এমবিপিএস
৯.নেদারল্যান্ড ১৭.৩ এমবিপিএস
১০.লাতভিয়া ১৬.৯ এমবিপিএস
আপনি কি জানেন এই মুহুর্তে ৩,৫৪৭,০৪৪,৬২১ জন ইন্টারনেট ব্যবহার করছে নিশ্চয় জানতে ইচ্ছে করছে কোন দেশে কতজন ব্যবহার করছে তার আগে বলে নেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কী হারে বাড়ছে। ২০০০ সালে মোট জনসংখ্যার ৬.৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করত; আর এই ১৬ বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সাতগুণ । তার মানে বিশ্বের ৪৬.১% মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে !
আজ এই পর্যন্তই, যেহেতু আমার প্রথম টিউন ভূল ত্রুটি হলে ধরিয়ে দিবেন। সিনিয়র টিউনাররা প্লিজ আমাকে কিছু টিপস দিবেন।
আমি জাহাঙ্গীর ল্যাব। , YouTube বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ-জাহাঙ্গীর আলম,পেশায় মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) বেড়ে উঠা নেত্রকোণা জেলার কেন্দুয়া থানা সান্দিকোনা ইউনিয়নের ডাউকী গ্রামে বাবাঃ-মোঃ-আব্দুস সাত্তার মাতাঃ-মমতাজ বেগম তিন ভাই তিন বোনের মধ্যে কনিষ্ঠ ডাউকী বেঃসরকারী প্রাথমিক বিদ্যালয়+বিদ্যাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম ১ম স্থানে ক্লাস ফাইভে বৃত্তি পাই বিদ্যাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পজিশন ১-৩এর...
আমার এই টিউনটা হোম পেজে দেখাচ্ছেনা কেন ?