শুভেচ্ছা সবাইকে। আশা রাখি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার ৫ম টিউন শুরু করছি । এই টিউন টি করার জন্য আমাকে বেশ কস্ট করতে হয়েছে । অনেক খুজাখুজি এবং প্রায় ৬ দিনের গবেশনার পর আমি সফল হয়েছি । তবে কস্ট হওয়ার প্রধান কারন হল এই নিয়ে ৪র্থ বার টিউন করতে বসেছি । তবারি টিউন করতে বসেছি কন না কন সমসসার দরুন টিউন শেস করতে পারি নি একবার কারেন্ট চলে যায়য় ত আরেকবার নেট এর কানেকশন বন্ধ , তারপর জিপি দিয়া চালালাম কিন্তু টেকটিউনেই লগিন করতে পারলাম না । যাই হক এবার কাজের কথায় আসি ।
আজ আমি আপনাদের সবাইকে নতুন একটি MicroFreelancing সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব । টেকটিউনারদের Microworkers সাইট এ কাজ করার আগ্রহ দেখে আমি অনেক আনন্দিত । তাই তাদের সকলকে আরও ভাল Earning ক্ষেত্র দেয়ার জন্য আমি নতুন একটি সাইট Easytask এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই । এই সাইট টি দেখতে একেবারে Microworkers.Com এর মত । কাজ করার ধরন ও একই রকম ।Microworker.Com এ যেমন এর খুশি মত এবং সে যেভাবে বলে সেই ভাবে কাজ করতে হয় এই সাইট এ ও একই রকম কাজ করতে হয় ।কাজ গুলো যেকেউ করতে পারে এর জন্য কোন দক্ষ লোকের প্রয়োজন হয়না। আর সবচেয়ে বড় পার্থক্য যেটি অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মত এখানে কোন বিড করতে হয় না এবং যখন রেজেস্ট্রেশন করবেন তখন থেকেই কাজ শুরু করতে পারবেন। আপনার জন্য কাজ সবসময়ই প্রস্তুত থাকে।
যেহেতু কাজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র তাই এর পারিশ্রমিকও অল্প। এই সাইটের কাজের রেট $০.১০ থেকে $৩.০০ পর্যন্ত যদিও এর কোন লিমিট সাইট কতৃপক্ষ ধরে দেয়নি তবে কাজগুলো ধরনই এমন যে রেট বেশী হয় না। বেশীরভাগ কাজই $২ ডলারের নিচে পাবেন।এই সাইটটি খুব একটা পুরাতন নয় তবুও আমাদের দেশ থেকে অনেকেই এই সাইট থেকে আয় করেন না কারন তারা সাইট টি সম্পরকে জানেন না । তবে একেবারে খারাপ না। আপনি যদি বুঝে রেগুলার এখানে কাজ করে থাকেন তাহলেও মাসে এই সাইট থেকেই $৫০ থেকে $২০০ আয় করতে পারবেন। আর যারা অনলাইন আয়ে একেবারে নতুন তারাও আয় করতে পারবেন। আর এই সাইট তি ১০০% পে করে ।
Available jobs : আমি আগেই বলেছি সাইটটির Outlooking সাদামাটা। আপনি এর সবকিছু সহজেই বুঝতে পারবেন। Online Earning এ একদম নতুন যারা তারাও এখানে কাজ করতে পারে শুধুমাত্র এর সহজ উপস্থাপনার জন্য। কাজ শুরু করার জন্য Available jobs মেনুটিতে ক্লিক করুন। এখানে বর্তমানে চলতে থাকা আর আপনার জন্য প্রযোজ্য কাজের একটা লিস্ট আছে।
And Other…………………….
Task I finished: আবার মেনুর দিকে লক্ষ করি। Task I finished হচ্ছে মেনু লিস্টের দ্বিতীয় মেনু। যে কাজগুলোর টাকা এখনও easytask থেকে আপনার অন্য কোন মাধ্যমে হস্তান্তর না হয়েছে সে কাজগুলো থেকে শুরু করে আপনার সদ্য করা কাজটির লিস্ট পাওয়া যাবে এই পৃষ্ঠার মধ্যে। আপনি কতটি কাজ করেছেন এবং তারমধ্যে কতটি কাজ ভালভাবে সম্পন্ন হয়েছে তার হিসেবটিও এখানে আছে। এই লিস্টে সাধারনত তিনধরনের কাজের লিস্ট আছে। সবুজ টিক চিহ্ন দেওয়া কাজগুলো বায়ার গ্রহন করেছে।
সেগুলোতে সেটিশফাইড মার্ক করা এবং এগুলোর জন্য বায়ারের একাউন্ট থেকে আপনার মাইক্রোওয়ার্কাসের একাউন্টে টাকা জমা হয়েছে। গ্রে মাইনাস মাক করা কাজগুলো হচ্ছে আপনি যেগুলো শেষ করেছেন এবং বায়ারের রিভিউ দেখার জন্য অপেক্ষা করতেছে। কি একটু চিন্তিত? কবে বায়ার এগুলো দেখবে? চিন্তার কারন নাই বায়ার যদি সাত দিনের মধ্যে কাজগুলো না দেখে তাহলে কাজ ঠিকমত হোক বা না হোক আপনার একাউন্টে উক্ত কাজের পারিশ্রমিক জমা হয়ে যাবে। কি মজা তাই না। তাহলে দোয়া করবেন যাতে বায়ার আপনার কাজ দেখার সময় না পায়। আর লাল এবং ক্রস মার্কা কাজগুলো হচ্ছে যেগুলো বায়ার গ্রহণ করে নাই এবং আপনি সেগুলোর জন্য কোন পারিশ্রমিক পান নাই। শুধু যে আপনি পারিশ্রমিক পাননি তাই নয়। এগুলো মাইনাস পয়েন্টও। এই সাইটে আপনার কাজের গতি নিয়ন্ত্রনের জন্য একটি সাকসেস রেট-এর ব্যবস্থা আছে। ঠিক মেনুবারের নিচে আপনার জমা হওয়া অর্থের পাশে এটি উল্লেখ করা থাকে।
সাকসেস রেট আবার দুধরনের। প্রথমটি হচ্ছে এক্চুয়াল সাকসেস রেট। এটি নির্ধারিত হয় শুধু মাত্র আপনার সেটিশফাইড এবং আনসেটিশফাইড কাজগুলোর মাসিক গড় হিসেব করে। আর পরের টি হচ্ছে টেম্পরারী সাকসেস রেট। এটি হিসেব করা হয় সেটিশফাইড কাজ বনাম ননশেটিশফাইড কাজ + ননরেটেড কাজ। এটিও মাসিক কাজের ভিত্তিতে নির্নয় করা হয়।
আপনার সাকসেস রেট যদি ৭৫% এর নিচে নেমে যায় তাহলে আপনি আপাতত মাইক্রোওয়ার্কাসের কোন কাজে অংশগ্রহণ করতে পারবেননা। আপনার সদ্য করা কাজগুলি যদি বায়ার দ্রুত দেখে সেটিশফাইড মার্ক করে দেয় তাহলে টেম্পরারী সেটিশফাইড মার্কটি দ্রুত বেড়ে যায় এবং আপনার কাজ করার পরিস্থিতি তৈরী হবে। কিন্তু এক্চুয়াল সেটিশফাইড মার্ক যদি ৭৫% এর নিচে নেমে যায় তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আনসেটিশফাইড মার্কের কাজগুলির একমাস পার হলে তখন এক্চুয়াল সাকসেস রেট বাড়বে এবং আপনি কাজ করতে পারবেন। তাই বুঝে শুনে আপনি এখানে কাজ করুন। যে কাজগুলোর ব্যাপারে আপনি সন্দিহান সেগুলো এড়িয়ে যান।
এখানে ও আপনি রেফারেল এর মাধমে আয় করতে পারবেন । প্রতি রেফেরেল এর জন্য আপনি পাবেন .20$ ডলার । এছারাও আপ্নে Banner এর মাধমে আয় করতে পারবেন । Banner আপ্নে আপনার ওয়েবসাইটে
Use করে রেফেরেল করতে পারবেন । আর Join করলেই Microworker.com এর মত 1$ ডলার Bonus পাবেন জা কেম্পেইন এ খরচ করতে পারবেন ।
আর আপনার কাজের টাকা আপ্নে 10$ হলেই বের করতে পারবেন ।
তাই আর দেরি না করে এখনি Join করুন এবং মেতে উথুন নতুন অনলাইন Earning Site এর সাথে । আয় করুন আরও এক ধাপ এগিয়ে ।
Join করার জন্য আপনার Browser এ টাইপ করুন । Myeasytask করে যে page পেলেন সেই খানে সাইন-আপ এ click করে Registration ফর্মটি পূরণ করুন। (অবশ্যই আপনার ইমেইল পাসওয়ার্ডের চেয়ে ভিন্ন পাসওয়ার্ড দিবেন)। তারপর কান্ট্রি ঘরে Bangladesh সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন। এখন আপনি যে Email Address ব্যাবহার করে Registration ফর্মটি পূরণ করেছেন আপনার সেই Email চেক করুন। Inbox এ Myeasytask.com এর কোন mail না এসে থাকলে spam চেক করুন। প্রাপ্ত mail যে Activation Link আছে সেটি Click করুন।
Now You Are In Your Account.
এছারাও আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন Faq থেকে ।
সকলকে ধন্যবাদ আমার টিউন টি পরার জন্য। আমার ইছা ছিল আপনাদের ভাল কিছু উপাহার দেয়ার । তাই যদি Post টি আপনাদের এততুকু ভাল লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাতেই আমি সাথক । আর যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন । আপনাদের মতামত ও আমাকে নতুন কিছু করতে প্রেরণা ও সাহস দিবে । সকলে ভাল থাকবেন এই আশা নিয়ে আজ সমাপ্ত করছি হয়ত আবার দেখা হবে নতুন একটি Online Earning সাইট নিয়ে ।
ধন্যবাদ
ভয়ঙ্কর মৃত্যু
আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।
Site er Screen Shot Gulo Dite Parlam na Gp Use korchi to tai .
Thanks
BlackDeath