সুপ্রিয় টেকটিউনসবাসী। সবাইকে আমার সালাম
আসসালামু আলাইকুম।
আমি খুবই দুঃখিত,
আগের ট্রিক টা কাজ করছিলো না। তাই নতুন ট্রিক নিয়ে এলাম।
প্রথমে *5000*78# Dial করে ১৮ টাকা দিয়ে ১ জিবি ফেসবুক প্যাক কিনতে হবে, যার সাথে পাবেন আরো ৬০ মিনিট টকটাইম। (যতবার ইচ্ছা ততবার)
এমবির মেয়াদ বারাতে *5000*8*1*4# Dial করে ২৮ দিন। (18TK কাটবে)
প্রথমে মোডেম অথবা মোবাইল Apn : GP Internet দিয়ে Connect করুন।
তারপর প্রথম টিউমেন্টে দেয়া লিংক থেকে ফাইল টি ডাউনলোড করুন। মাত্র ১.৩ এমবি।
এইবার Mozilla Firefox ওপেন করুন ওপেন করে Setting>Option>Advanced>Networ
k>Setting>Manuwal Proxy Confiration এ নিচের মত Setting করুন !!
HTTP Proxy : 127.0.0.1
Port : 8080
টিক : Use this proxy server for all protocols
আপনি যদি IDM চালান তবে
IDM (Internet Download Maneger) ওপেন করুন। ওপেন করা হলে Download>Option>Proxy/Socks>টিক Use Proxy তারপর নিচে ফাকা বক্সে নিচের মত Setting করুন !!
Proxy Server Address : 127.0.0.1
Port : 8080
এইবার ডাউনলোড করা Zip ফাইলটি এক্সট্রাক্ট করুন। XT181.exe একটা Software আছে ওইটা ওপেন করে Listen এ ক্লিক করুন। তারপর Minimise করে রাখুন !
Windows Securety Alert নামে Dialogue Box Show করলে Allow Acsess দিবেন।
রাতের বেলা ভাল স্পিড পাবেন।
কোন সমস্যা হলে টিউমেন্ট তো আছেই।
আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।
ফ্রি নেট সফটওয়্যারঃ http://www.minix.ml/pcfree