সবাইকে সালাম জানিয়ে আজকের টিউন শুরু করছি।
পিসিতে ফ্রি চালানোর জন্যে এই টিউন দেখুন
জিপি ফ্রি নেট।
বর্তমানে আমরা জিপির সোস্যাল প্যাককে কাজে লাগিয়ে ফ্রি নেট ব্যবহার করছি।যারা জানেন না তাদের জন্যে আবারঃসোস্যাল প্যাক কিনুন, যেমনঃ ১৯ টাকায় ১ জিবি। সাথে ৬০মিনিট ফ্রি।নিতে ডায়াল করুনঃ *5000*78# এরপর প্রথম টিউমেন্টে দেয়া লিংক থেকে আপনি পছন্দ মত হ্যান্ডেলার নামান।
হ্যান্ডেলার মেনুতেঃ
Remove Port এর পাশে টিক দিন।
Proxy Type এ Real Host দিন।
Proxy Server এ m.facebook.com লিখুন।
ব্যস এবার সেভ করে ফ্রিনেট চালান।
ভিপিএন হলে আগে কানেক্ট দিন। তারপর চালান।
সমস্যা ১। ডাউনলোডঃ
এর স্পিড কম এবং ডাউনলোড করা যায় না।
সমাধানঃ
এর জন্যে প্রথম টিউমেন্টে দেয়া লিংক থেকে ইউছি হ্যান্ডেলার ডাউনলোড করুন। অন্য ভার্শন হলে সমস্যা হতে পারে। তারপর স্পিড মোড অন করুন। ডাউনলোড এ দিন। ফেইলড হতে পারে সমস্যা নেই। ডাউনলোড লিংক কপি করুন। তারপর hideip.co তে যান। লিংক পেস্ট করে go এ ক্লিক করুন। দেখুন ১ এমবি পি এস স্পিড।
সমস্যা ২।
ভিপিএন স্পীড কম।
সমাধানঃ
প্রথম টিউমেন্টে দেয়া ভিপিএন টি ডাউনলোড করে কানেক্ট দিন। জটিল স্পিড পাবেন। কোন সমস্যা হলে টিউমেন্ট করুন।
আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।
হাই স্পিড ভিপিএনঃ http://www.minix.ml/vpn
ইউছি হ্যান্ডেলারঃ http://www.minix.ml/brhui
ডাউনলোড করার জন্যে Free Download এ ক্লিক করে ক্যাপচা সংখ্যা লিখুন আর সেটের ব্রাউজার ইউছি UC ব্রাউজার, (Not Mini) ব্যবহার করুন।