আপনার কম্পিউটারের কোন ফাইল বন্ধুদের সাথে শেয়ার করতে হলে আপনি নিশ্চয় সেই ফাইল'টি আপলোড করে বন্ধুকে ডাউনলোড লিঙ্ক পাঠিয়ে দিন কিন্তু এখন আপনি কোন প্রকার আপলোড ছাড়াই আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি ফাইল পাঠাতে পারবেন। iSendr হলো ফ্রি প্রাইভেট পিসি-টু-পিসি ফাইল শেয়ারিং সিস্টেম অনলাইনে আপনার কম্পিউটারের ফাইল বন্ধুদের কম্পিউটারে কাছে পাঠাতে পাবেন এবং রিসিভ করতে পারবেন।
পিসি-টু-পিসি ফাইল শেয়ারিং-এর জন্য আপনি আরো কিছু সাইট ভিজিট করতে পারেন, যারা ফ্রি সাভির্সিং দিয়ে থাকে,
ge.tt দ্বারা আপনি অনলাইনে বড় ফাইল শেয়ার করতে পারবেন। এছাড়া ares টুলস্ ব্যাবহার করতে পারেন অথবা eMule ব্যাবহার করতে পারেন।
ধন্যবাদ সবাই'কে ভালো থাকবেন।
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল টিউনস ধন্যবাদ । প্রিয়তে নিলাম।