iSendr: প্রাইভেট পিসি-টু-পিসি অনলাইন ফাইল শেয়ারিং সিস্টেম

আপনার কম্পিউটারের কোন ফাইল বন্ধুদের সাথে শেয়ার করতে হলে আপনি নিশ্চয় সেই ফাইল'টি আপলোড করে বন্ধুকে ডাউনলোড লিঙ্ক পাঠিয়ে দিন কিন্তু এখন আপনি কোন প্রকার আপলোড ছাড়াই আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি ফাইল পাঠাতে পারবেন। iSendr হলো ফ্রি প্রাইভেট পিসি-টু-পিসি ফাইল শেয়ারিং সিস্টেম অনলাইনে আপনার কম্পিউটারের ফাইল বন্ধুদের কম্পিউটারে কাছে পাঠাতে পাবেন এবং রিসিভ করতে পারবেন।

এটি একটি ফ্ল্যাস ওয়েব সাইট এবং ফ্রি ফাইল শেয়ারিং অনলাইন প্রোগ্রাম যা দ্বারা এক বা একাধিক কম্পিউটারের আপনার ফাইল শেয়ার করতে পারবেন।
প্রথমে isendr.com সাইটে প্রবেশ করুন তার জন্য কোন প্রকার সফটওয়্যার রেজিষ্ট্রেশনের প্রয়োজন নেই। সাইটে আপনি দু'টো অপশন পাবেন একটি Send File অন্যটি Share File। Send File দ্বারা আপনি একটি কম্পিউটারে ফাইল শেয়ার করতে পারবেন এবং Share File দ্বারা আপনি সবোর্চ্চ ৫'টি কম্পিউটারে সরাসরি ফাইল শেয়ার করতে পারবেন।
  • Send File এ ক্লিক করে ফাইল পাঠাতে চাইলে, Send File ফাইলের বাটনে ক্লিক করুন তারপর আপনি যে ফাইল'টি আপনার বন্ধুকে পাঠাতে চান সেটি দেখিয়ে দিন এবার আপনি একটি লিঙ্ক দেখতে পাবেন লিঙ্ক'টি আপনার বন্ধুকে পাঠিয়ে দিন। আপনার বন্ধু লিঙ্ক'টি প্রবেশ করে আপনার ফাইল'টি সেভ করতে পারবে।
  • Share File অপশনে ফাইল পাঠালে আপনি ৫ জন বন্ধুর সাথে সরাসরি ফাইল পাঠাতে পারবেন। আপনার ফাইল'টি দেখিয়ে দেয়ার পর যে লিঙ্ক'টি পাবেন সে'টি বন্ধুদের সাথে শেয়ার করুন।

পিসি-টু-পিসি ফাইল শেয়ারিং-এর জন্য আপনি আরো কিছু সাইট ভিজিট করতে পারেন, যারা ফ্রি সাভির্সিং দিয়ে থাকে,

ge.tt দ্বারা আপনি অনলাইনে বড় ফাইল শেয়ার করতে পারবেন। এছাড়া ares টুলস্ ব্যাবহার করতে পারেন অথবা eMule ব্যাবহার করতে পারেন।

ধন্যবাদ সবাই'কে ভালো থাকবেন।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউনস ধন্যবাদ । প্রিয়তে নিলাম।

Level 0

জটিল হইছে…………………………….

ধন্যাপাতা………………..

ভালো লাগলো……..জটিল

খুব ভাল লাগলো

ধন্যবাদ শেয়ার করার জন্য।
বন্ধুর কাছে যদি লিংকই পাঠাতে হয় তাহলেতো এখনোও ঝামেলা রয়েই গেল্ এমন কোন পদ্ধতী নাই যে, এক কম্পিউটারে বসে আরেক কম্পিউটারের যে কোন ফাইল কোন প্রকারের ঝাক্কি ঝামেলা ছাড়াই শেয়ার করা যাবে?

    আপনি teamviewer ব্যাবহার করতে পারেন আপনার বন্ধুর কম্পিউটারের নারী নক্ষত্র দেখে নিতে পারবেন সাথে ফাইল শেয়ার করতে পারবেন http://www.teamviewer.com

    yes বস্ আপনি টিম ভিউয়ার ব্যবহার করেন। মনে হবে যেন আপনার বন্ধুর কম্পিউটারের মালিকও আপনিই।

    ধন্যবাদ রিপ্রাই করার জন্য। তবে নারী নক্ষত্র !!! এটা আবার কি? একটু খুলে বলবেন কি ভাই?

অনেক অনেক শুভ কামনা। iSendr দিয়ে কত KB – MB পাঠনো যাবে ?

    সাইজ কোন সমস্যা না, আপনার যতটুকু ইচ্ছে পাঠাতে পারবেন কারন এটিতে আপলোডের জামেলা নেই সরাসরি ফাইল পাঠানো যায়।

নাবিল ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য,
আপনার টিউন সব সময়ই ভাল হয় এইটা বলার অপেক্ষা রাখেনা।
অনেক অনেক ভাল টিউন।

সুন্দর হয়েছে ধন্যবাদ।