ইন্টারনেটে দোকান বা অনলাইন শপ (Online Shop) এ আপনি এমন কিছু নেই যা আপনি বিক্রি করতে পরবেননা। আপনি বৈধ যে কোন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আপনার অনলাইন শপ থেকে। অনলাইন শপ এর কিছু সুবিধা নিম্নে দেয়া হল-
আপনি নিজের একটি প্রোডাক্ট (Product) বিক্রি বা ই-কমার্স ওয়েব সাইট হোষ্ট ( Host ) করতে পারেন। বাংলা দেশের এরকম কিছু সাইট আছে যেমন-
এই সাইট গুলি মূলত যেসব বাংলাদেশী বিদেশে থাকেন তাদেরকে লক্ষ্য করে বানান। কিন্ত আমার মতে প্রোডাক্ট (Product) বিক্রি বা ই-কমার্স ওয়েব সাইট হওয়া উচিত সারা পৃথিবীর জন্য। আপনি আপনার নিজের ই-কমার্স ওয়েব সাইট বানালে ও হোষ্ট করলে কিছু সমস্যায় পড়তে পারেন যা নিম্নরুপ-
উপরক্ত সমস্যা গুলি আপনি সহজেই এড়িয়ে যেতে পারেন পদ্ধতি অবলম্বন করে ।
পৃথিবীর দুটি সর্বাধিক প্রচলিত এবং ব্যবহ্রত ই-কমার্স ওয়েব সাইট হল-
উপরক্ত সাইট দুটিতে আপনি ফ্রি বা সামান্য কিছু টাকা প্রদান করে আপনি আপনার ই-কমার্স ওয়েব সাইট বা অনলাইন শপ খুলতে পারেন। সাইট দুটিতে নতুন ব্যবহারকারিদের জন্য সুন্দর হেল্প ফাইল আছে। ই-বে বা আমাজন এ অনেক বাংলাদেশী পণ্য বিক্রি হয়, কিন্ত দূ্র্ভাগ্য বসত প্রায় সব বিক্রেতায় বিদেশী (not based on Bangladesh)। কিছু উদাহরণ- http://www.ebay.ca তে লগ অন করুন, প্রোডাক্ট টাইপ=All Categories, কি-ওয়ার্ড =Bangladesh এবং সার্চ বাটনে ক্লিক করুন, দেখুন বাংলাদেশী পণ্য বিক্রি হয় অনলাইনে কিন্ত product Location এ দেখুন সব অন্য দেশের নাম। আসুন আমাদের পণ্য আমরা বিক্রি করি। নিম্নে একটি ছবি দেয়া হল-
ই-বে (www.ebay.com) এবং আমাজন (www.amazon.com) আমেরিকা ভিত্তিক কোম্পানি, তবে পৃথিবীর বিভিন্ন দেশে এদের ভিন্ন সাইট আছে যেমন কানাডার জন্য http://www.ebay.ca ও http://www.amazon.ca। তবে আপনি ই-বে বা আমাজন ডট কম সাইটে সদস্য/ অ্যাকাউন্ট করলে ই-বে বা আমাজন এর আন্তর্জাতিক সাইট গুলিও অ্যাকসেস করতে পারবেন। আর দেরী না করে আজকেই খুলে ফেলুন আপনার আন্তর্জাতিক মানের ই-শপ ই-বে বা আমাজন ডট কম সাইটে।
ই-বে বা আমাজন সাইটে ব্রাউজ করুন, আইডিয়া চলে আসবে। তবে আমার মতে এমন কিছু দিয়ে শুরু করুন যেটার শিপমেন্ট সহজ হয়।
ই-বে বা আমাজন এ আপনি পে-পাল ও ক্রেডিট কার্ড এর সাহায্যে লেনদেন করতে পারবেন। অনলাইন বেচা-কেনায় শিপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিপমেন্ট এর সাথে আপনার পেশাদারিত্ব জড়িত। শিপমেন্ট হতে হবে যতদূর সম্ভব দ্রুত এবং বিশশ্ত। অনলাইন বেচা-কেনায় প্রোডাক্ট এর দাম ধরা হয় প্রোডাক্ট মূল্য + শিপমেন্ট খরচ। ই-বে বা আমাজন এ আপনি নির্দিষ্ট মূল্যে বা নিলামে প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
আশাকরি এই পোষ্টটি আপনাকে সাহায্য করবে। কোন প্রশ্ন থাকলে জানাবেন, ধন্যবাদ।
পর্ব-০১: এখানে ক্লিক করুন।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেখা আমার শখ। কখনও ভাবিনি ব্লগার (টিউনার) হব, যে দিন থেকে টেকটিউনস পরিবারে এলাম, নিজের অজান্তে টিউনার হলাম (যদিও বংলা টাইপ করা খুবই কষ্ট) আর সেই সাথে শিখতে শুরু করলাম।
এর চেয়ে
http://www.getafreelancer.com/affiliates/ishtiaqueahmed/
মত ফ্রিল্যান্সিং সাইট গুলিতে নিজের মেধার বলে আয় করুন দেখবেন সেই আয়কৃত টাকার মধ্যে আলাদা তৃপ্তি পাবেন। আমি কখনো এডসেন্স বা বাকস না কিনামের একটা সাইট আছে সেগুলো কখনো ব্যবহার করিনি। এসব নিয়ে কত জন কত কথা বলেছে মাসে এত এত আয় করা যায় কিন্তু সেরকম অর্থ আমি নিজ যোগ্যতা বলে ফ্রিল্যান্সিং সাইট গুলো থেকে আয় করছি দিনরাত পরিশ্রমের ফসল সেই অর্থ হাতে পাওয়ার আনন্দ অন্যরকম…..
ডার্কলর্ড ভাই ফ্রীলান্স নিয়ে কিছু লেখুন না। নতুনদের জন্য অনেক উপকার হবে
হ্যা দেখিনি হয়তো তবে এটা আমার নিজেস্ব মত আমি এডসেন্স বা বিজ্ঞাপন থেকে আয়ের বদলে ফ্রিল্যান্সিং সাইট গুলোর মাধ্যমে আয় করাটাকে বেটার মনে হয়। কারন কাজ শেষে খুব সহজেই পুরোটাকা পাওয়া যাচ্ছে আর কোন ঝামেলা ছাড়াই ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলা যাচ্ছে।
মাছুম ভাই কয়েকটাদিন ওয়েট করুন ওটারওপর লেখার বেশ কিছুদিন ধরে ইচ্ছা ছিল কিন্তু আপাতত একটা কাজে ব্যাস্ত আছি কাজটা শেষ হলেই ফ্রিল্যান্সিং সাইটটি নিয়ে আমার অভিজ্ঞতা লিখবো ততদিন পর্যন্ত কষ্ট করে ওয়েট করুন
ভাই আপনার টিউন পড়ে আসলেই খুবই ভাল লাগলো। মনে ইচ্ছা জাগলো এরকম কিছু করতে। কিন্তু সমস্যা করে দিল ক্রেডিট কার্ড। দয়া করে বলবেন কি ক্রেডিড কার্ড কোথায় থেকে নিলে ভাল হয় আর খরচই বা কত পড়বে। কোন ক্রেডিড কাড নিলে ভাল হয়। দয়া করে বিস্তারিত বলবেন। আসলে আমি এরকম কিছু করতে চাই।