ফ্রিল্যান্সারদের কাজ করার জনপ্রিয় স্থান Freelancer.com এ আজ ব্যবহারকারীর সংখ্যা ২ মিলিয়ন বা বিশ লাখ ছাড়িয়ে গেছে । ব্যবহারকারীর ভিত্তিতে বাংলাদেশের অবস্থান ৮ম ।
ব্যবহারকারীদের ক্ষেত্রে মোট ব্যবহারকারীর ২১% অংশ নিয়ে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র । ১৯% ব্যবহারকারী নিয়ে ২য় ভারত । এর পরের স্থানগুলোতে আছে যথাক্রমে UK, পাকিস্তান, কানাডা , ফিলিপিন, চীন , বাংলাদেশ, রোমানিয়া এবং অস্ট্রেলিয়া । ১০০ কোটি লোকের দেশ চীনের পরপরই আছে বাংলাদেশ বিষয়টি কম গর্বের নয় ।
মুক্ত পেশাজীবিদের অন্যতম প্রধান পছন্দ Freelancer.com । এখানে ওয়েব সাইট ডিজাইনিং, গ্রাফিকস ডিজাইনিং, ডেটা এন্ট্রিসহ নানান কাজ পাওয়া যায় । এই পূর্যন্ত Freelancer.com তে 893,205 টি প্রজেক্ট শেষে 71,067,272+ ডলার অর্থ পেয়েছে মুক্ত পেশাজীবিরা ।
বেশ কিছু সময় আগে GetAFreeLancer.com নাম বদলিয়ে Freelancer.com হিসেবে কাজ শুরু করে । গত অক্টোবার ২০০৯ তেও ব্যবহারকারীর সংখ্যা ছিল ১ মিলিয়ন । এই বছর Freelancer.com প্রথমে Freemarket.com ও তারপর LimeExchange কিনে নেয় । এগুলোও ফ্রিল্যান্সারদের কর্মক্ষেত্র ।
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যাক শুনে খুব ভাল লাগল। কারণ আমিও একজন ফ্রিলান্সার…..