অতিরিক্ত মেইল ব্যবহার বাদ দিন এবং মেইলকে রক্ষা করুন স্প্যামের হাতে থেকে

আসসালামুআলাইকুম। এতদিন ১ম সাময়িক পরীক্ষা চলছিল তাই কোনো টিউন করতে পারিনি। পরীক্ষা শেষ  তাই টিউন করতে বসে গেলাম। খুব ছোট্ট টিউন। একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেটার সাহায্যে আপনি ১০ মিনিটের জন্য ওয়ান টাইম মেইল ব্যবহার করতে পারবেন।

আমরা প্রায় দরকারেই বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করি। কোনো কোনো সাইটে মেইল এড্রেস দেওয়া লাগে শুধু মেইল ভেরিফিকেশনের জন্য। আবার কোনো কোনো সাইটে একবার  মেইল দিয়ে রেজিস্ট্রেশন করলে আর ঐ মেইল ব্যবহার করা যায় না। এইজন্য আবার নতুন একটা মেইল খুলতে হয়।আবার সব সাইটে মেইল দেওয়াও নিরাপদ নয়। কারণ মেইল দিয়ে নিবন্ধনের মাধ্যমে কোনো কোনো সাইট সেই মেইলকে টার্গেট করে। তারপর স্প্যাম মেইল পাঠাতে শুরু করে যা খুব বিরক্তিকর ও অনিরাপদ।

এই ধরণের সমস্যা থেকে বাঁচতে আপনাদের সাহায্য করতে পারে  এই সাইটটি

ধরেন কোনো সাইটে রেজিস্ট্রেশন করবেন। এখন যদি আপনি নিজের মেইল ব্যবহার করতে না চান তাহলে এই 10 minitue mail নামের সাইটটিতে যান। সাথে সাথে একটা ১০ মিনিটের  ওয়ান টাইম মেইল দিবে।

এখন মেইলটি কপি করে পেস্ট করুন সেখানে যেখানে আপনি রেজিস্ট্রেশন করছিলেন। অল্পক্ষণের মধ্যেই ভেরিফিকেশন মেইল চলে আসবে।

ক্লীক করে মেইলটি রিসিভ করুন। ব্যাস...কাজ শেষ। আপনার নিজস্ব কোনো মেইল ছাড়াই এইভাবে কোনো সাইটের মেইল ভেরিফিকেশন করে নতুন এ্যাকাউন্ট খুলতে পারবেন।

তবে এর অসুবিধাও সামান্য আছে। এইভাবে এ্যাকাউন্ট খুললে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না। কারণ আপনার মেইলটির সময় মাত্র ১০ মিনিট। তবে সময় বাড়িয়ে নেওয়া যায়। এছাড়া এখান থেকে কোনো মেইল পাঠাতে পারবেন না শুধু পারবেন রিসিভ করতে।

তবে আপনার মেইল কোনো সাইট থেকে হাইড করার জন্য এটা একটা উত্তম পদ্ধতি। যাইহোক যাদের প্রয়োজন তারা শুরু করে দেন মেইল খোলা ছাড়াই রেজিস্ট্রেশন। 🙂

একটা মজা দেখুন

মূল টিউন শেষ। বোনাস হিসেবে আরেকটা জিনিস দেখাই আপনাদের। সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের বিকল্প কিছু নেই এইটা সবার জানা। দেখুন তো এই গুগলে গিয়ে কিছু সার্চ করতে পারেন কি না? 😉

Level 0

আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Google-এর Site-এ দেখি ভূমিকম্প হচ্ছে…

ইয়াহু আমি সার্চ করতে পারছি!!!

গুগল টা দেখে খুব খুব মজা পাইছি…।। 😀

গুগুল টা জোশ…

http://www.techvission.com/