সমাধান নিন বর্তমান সময়ে IDM এর কমন সমস্যার

আসসালামুআলাইকুম,

আপনারা সবাই কেমন আছেন আসাকরি অনেক ভাল। আজকে আমি আপনাদের Internet Download Manager (IDM) এর একটি কমন বিষয় নিয়ে আলোচনা করবো। আসলে সমস্যাটি অনেক বড় কিন্তু সমাধান হল অনেক ছোট তার পরেও জানার কোন শেষ নেই বলেই আমি মনে করি।

নিচের ইমেজটি ভালো করে লক্ষ্য করুন দেখুন এই সমস্যায় পড়েছিলেন কি না। যদি পড়ে থাকেন তাহলে সমাধান নিন আর যদি না পড়ে থাকেন তাহলে ভবিষ্যতের জন্য জেনে রাখুন।

Untitled-2

আগে বলে রাখি এটা সাধারণত সরকারি Important সরকারি সাইট থেকে কো্ন জরুরি পিডিএফ ডাউনলোড করতে গেলে এই সমস্যাটি বেশি হয়। এখন দেশ ডিজিটালের বদৌলতে আমাদের দেশে ক্রমাগতই কিন্তু সরকারি প্রায় সব সেবাগুলো ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে। আর আমি বিশেষ করে গবেষণা করে দেখেছি যে বিভিন্ন জরুরি ওয়েবসাইট বিশেষ করে যেগুলো Powered by Teletalk সেগুলোতে এ সমস্যা হয়ে থাকে অনেকেই আছেন যে রাগ করে Internet Download Manager Uninstall করেছেন। তাই আমি আপনাদের সামনে এমন একটি পন্থা নিয়ে এসেছি যাতে করে আপনারা সহজেই এ ধরণের সাইটগুলো থেকে ডাউনলোড করতে পারবেন।

ভিডিওটি দেখুন আসাকরি সমাধান খুজে পাবেন। আরে ভাই ভয় পাবেননা মাত্র ২ মিটিটের ভিডিও।

https://www.youtube.com/watch?v=JejKxrMyuIo

Level 0

আমি টেক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার অভিজ্ঞতা বলতে কম্পিউটার হার্ডওয়ার, মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছুটা জ্ঞান অর্জন করেছি এবং আরো ভালেভাবে জানার চেষ্টা করছি আসাকরি এর মধ্য থেকে আপনাদেরকে ভালো ভালো আর্টিকেল উপহার দিতে পারবো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভিডিও এবং লিখে দিলে ভাল হতনা।

আপনারা যে কেনো IDM নিয়ে মাতামাতি করেন আমার মাথায় ঢোকে না। এইসব ঝামেলার সফটওয়্যার ব্যবহার করার দরকার কি?
আমি বহু বছর থেকে eagleget ইউজ করছি। জীবনে কখনো কোন সমস্যায় পড়িনি। বরং যতদিন গেছে তত আনন্দ বেড়ে চলেছে। আর এটা ১০০% ফ্রি।

    আরে ভাই যত কথাই বলেন আইডিএম এর উপর এখনো কোন সফটওয়ার আসেনাই

অনলাইন ইনকাম করতে চান ফ্রি রেজিঃ করলেই পাচ্ছেন ৩ ইউরো আর প্রতি ক্লিকেতো থাকছেই
http://brainbux.com/?ref=Rashidulislam

@TECH HUNTER – IDM সব থেকে ভাল কিনা তার বিচার আমি করিনি কিন্তু আপনি যে eagleget এর latest ভার্শন ব্যবহার করে দেখেননি সেটা আমি নিশ্চিত বলতে পারি।
১)আমি কেনো পাইরেট সফটওয়্যার ব্যবাহার করবো যখন মাথা উচু করে ফ্রি সফটওয়্যার ব্যবাহার করতে পারছি
২)এতে আমার সব কাজই হয় যা IDM করতে পারে।
৩)আমাকে আপগ্রেড ভার্শনের জন্য কখনো কোন ব্যক্তির টিউনের উপর নির্ভর করতে হয়না।
৪)IDM এর মত এতে কখনো কোন ঝামেলার পড়তে হয়না যা প্রায়ই টেকটিউন থেকে জানতে পারা যায়।

Level 0

Thanx @ Writer Buddha vai. valo ekta software. amio ajk thk eagleget user.