আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই টিউনটি।
আপনারা অনেক সময আপনাদের কম্পিউটারে নেট ব্যবহার করার সময় কিছু সফটওয়্যার অটো আপডেট নিতে চায়। কিছু সফটওয়্যার আপনি ফেইক সিরিয়াল ব্যবহার করেন। তখন তা নেট কানেকশন এর মাধ্যমে অটোমেটিক চেক করে যে আপনার ব্যবহারকৃত সিরিয়াল নাম্বার টি কি ফেইক কিনা, যদি ফেইক হয় তবে সেই সফটওয়্যারটি কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু অই সফটওয়্যার যদি নেট এ কানেক্ট ঈ না করতে পারে তবে আর সিরিয়াল ভেলিডেশন করবেই বা কিভাবে? তো তখন আপনার দরকার ওই সফটওয়্যার এর নেট এক্সেস বন্ধ করে দেয়া। আমি অনেক সফটওয়্যার এভাবে ফেইক সিরিয়াল দিয়ে লাইফটাইম করে চালাচ্ছি। কেমটেসিয়া, আর এডবি এর সব সফটয়ার ফেইক সিরিয়াল দেওয়ার পরেও তা নেট এক্সেস করে দেখে যে সিরিয়াল কি ফেইক কিনা। তখন আপনি পরে যান ঝামেলায়। তো আপনাদের জন্য নিয়ে এলাম খুবি দরকারি একটি পদ্ধতি। তো শুরূ করা যাকঃ
#প্রথমে আপনি আপনার কম্পিউটারের ফায়ার ওয়ালে যান।
#তারপর আপনি আপনার ফায়ার ওয়াল থেকে আউটবাউন্ড রুল থেকে আপনার সফটওয়্যার সেলেক্ট করে এক্সেস বন্ধ করে দিন।
আপনার যাতে কোন প্রকার সমস্যা না হয়, এই ভিডিওটি পারলে দেখে নিন। কাজটা তাহলে আরোও সজ হয়ে যাবে।
আশা করি সবারই টিউনটি ভালো লেগেছে। টিউনটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন।
আমি একটি প্রতিষ্ঠিত কম্পিউটার এন্ড টেকনোলোজি সেক্টরে চাকুরিরত আছি। তো মাঝে মাঝে আপনাদের উপকারে কিছু টিউন করে থাকি। হয়তো আপনাদের ভালো লাগতে পারে সেই আশায়। আপনাদের ভাল টিউমেন্টস পেলে মনটা খুশিতে ভরে উঠে। ইচ্ছে করে আরো নতুন টিউন লিখি। তো আশা করি আপনারা সবাই আমাকে উতসাহ দিবেন, বরাবরের মত। আর টেকটিউনস আমার খুবি পছন্দের একটি সাইট।
আবারো ফিরে আসবো নতুন টিউন নিয়ে। ভালো থাকবেন।
আমি আহমেদ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am an engineer
@সাখাওয়াত vai bitcoin er link comment koren keno eikhane :/