আপনার ফেসবুকে মুছে ফেলা সকল মেসেজ, ছবি, ভিডিও পুনরায় ফেরত পেতে চান? এই টিউনটি দেখুন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই টিউনটি।
আপনারা অনেক সম্্য আপনাদের ফেসবুকের মেসেজ, ছবি, ভিডিও ডিলিট করে দেন। ট পরে আর তা ফিরে পান না। তো আপনাদের জন্য নিয়ে এলাম খুবি দরকারি একটি পদ্ধতি। তো শুরূ করা যাকঃ

#প্রথমে আপনি আপনার ফেসবুকে লগ ইন করুন।
#তারপর আপনি আপনার ফেসবুকের GENERAL SETTINGS অপশনে যান।

#তারপর আপনার সকল মেসেজ, ছবি, ভিডিও আরকাইভে ক্লিক করে ডাউনলোড করুন।

 

আপনার যাতে কোন প্রকার সমস্যা না হয়, এই ভিডিওটি পারলে দেখে নিন।

 

আশা করি সবারই টিউনটি ভালো লেগেছে। টিউনটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন।
আমি একটি প্রতিষ্ঠিত কম্পিউটার এন্ড টেকনোলোজি সেক্টরে চাকুরিরত আছি। তো মাঝে মাঝে আপনাদের উপকারে কিছু টিউন করে থাকি। হয়তো আপনাদের ভালো লাগতে পারে সেই আশায়। আপনাদের ভাল টিউমেন্টস পেলে মনটা খুশিতে ভরে উঠে। ইচ্ছে করে আরো নতুন টিউন লিখি। তো আশা করি আপনারা সবাই আমাকে উতসাহ দিবেন, বরাবরের মত। আর টেকটিউনস আমার খুবি পছন্দের একটি সাইট।

আবারো ফিরে আসবো নতুন টিউন নিয়ে। ভালো থাকবেন।

জামাল।

Level 0

আমি আহমেদ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am an engineer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হারামজাদা কোথাকার এখানে Deleted Facebook Messages Recover করার নিয়ম কোথায় দেখালো? দেখালি তো শুধু কিভাবে ব্যাকআপ রাখতে হয়। নাম দেস একটা দেখাস একটা। তোদের জুতা দিয়া পিটনো দরকার। এডমিন কি এদের চোখে দেখেনা?????

    ভাই, আপনি না জেনে কমেন্ট টা করলেন। মনটা খারাপ করে দিলেন। ভিডিওটা পুরাটা দেখেছেন? আপনি আসলে কিছুই বুঝেন্নি। ভাল করে ভিডিওটি দেখেন। যেই ফাইল্টা ডাউনলোড হবে ওটাতে আপনার সব মেসসেজ, পিকচার ও থাকবে। ডিলিট করা মেসেজ গুলোও পেয়ে যাবেন। আশা করি আর না বুঝে এরকম গালাগালি করবেন না ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

      ডিলিট করা মেসেজ পাওয়া যায়না -_-

        ভাই, আমি কিছু ডিলিটে্ড ফটো ও পেয়েছি। আপনি ট্রাই করে দেখেন। পেয়ে যাবেন।

কি যে টিউন করেন !!!

মাথাটা ঘোলাটে করে দিলেন 😛 😛 😛

    হাহা। ভাই। সবই আপনাদের জন্য। দোয়া করবেন।