দেখুন যেকোনো .com.bd (dot bd) ডোমেইন এর whois ইনফরমেশন এবং availability।

অনেক সময়ই BTCL এর সার্ভারে সমস্যা করে, ঢোকা যায় না। অাগের সার্ভার টিতে ম্যালওয়ার ছিলো বলে BTCL নতুন সার্ভারে কার্যক্রম সরিয়ে নিয়েছে। নতুন সার্ভার প্রথম দিকে ভালো সার্ভিস দিলেও এখন মাঝে মাঝেই সমস্যা করে। সাইট লোড নেয় না এমনকি অামার হলের অাইপি ব্লকড করা অাছে ফলে ভিপিএন ব্যবহার করতে হয়।

অাজকে অামি একটি নতুন পদ্ধতি দেখাবো যেটা ব্যবহার করে এসব সমস্যা ছাড়াই যেকোনো .com.bd (dot bd) ডোমেইন এর whois ইনফরমেশন এবং availability। এটি দেখার জন্য প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন :

ক্লিক করুন

এরপর নিচের ছবির মতন করে বক্সে ডোমেইন নেম লিখুন এবং এক্সটেনশন সিলেক্ট করুন। এর পর GO তে ক্লিক করুন :

পরবর্তী পেজে ডোমেইনের যাবতীয় ইনফরমেশন দেখা যাবে। অার যদি ডোমেইনটি রেজিস্টার্ড না হয় তবে Available লেখা অাসবে।

চাইলে অফিশিয়াল সাইট থেকে ডোমেইনের WHOIS দেখা সম্ভব কিন্তু কোনো কারনে যদি ঐ সাইট লোড না নেয় তখন এ পদ্ধতি ব্যবহার করতে পারবেন।

ধন্যবাদ-

 দেখুন যেকোনো .com.bd (dot bd) ডোমেইন এর whois ইনফরমেশন এবং availability, দেখুন যেকোনো .com.bd (dot bd) ডোমেইন এর whois ইনফরমেশন এবং availability, দেখুন যেকোনো .com.bd (dot bd) ডোমেইন এর whois ইনফরমেশন এবং availability, দেখুন যেকোনো .com.bd (dot bd) ডোমেইন এর whois ইনফরমেশন এবং availability, দেখুন যেকোনো .com.bd (dot bd) ডোমেইন এর whois ইনফরমেশন এবং availability, দেখুন যেকোনো .com.bd (dot bd) ডোমেইন এর whois ইনফরমেশন এবং availability

Level 0

আমি জাকির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজিতেই শুরু, টেকনোলজিতেই শেষ !!!! ২০১১ সালে প্রথম টেকটিউনসের সাথে পরিচয়, এরপর থেকেই সাথে অাছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস