জিপিতে ২৩ টাকায় ১ জিবি নিয়ে নিন জলদি!

জিপিতে ২৩ টাকায় ১ জিবি নিয়ে নিন জলদি!

আসসালামু আলাইকুম।  সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ একটি ইন্টারনেট অফারের কথা লিখছি। মূলত এটি গ্রামীণফোনের *121# বেইজড ইন্টারনেট অফার। ২৩ টাকায় ১ জিবি পাবেন এবং যার মেয়াদ থাকবে ৭  দিন।
শর্তাবলীঃ গ্রামীণফোনের সব গ্রাহকদের জন্য প্রযোজ্য।

মূল্য: ২৩ টাকায় (সম্পূরক শুল্ক +ভ্যাট+সারচার্জ বাদে)

ডাটা প্যাক: ১ জিবি

মেয়াদ: ৭ দিন।
এক্টিভেশন কোড: *১২১# এ ডায়াল করে ৩ নম্বর মেনু সিলেক্ট করে ৪ চেপে ১ দিয়ে কনফার্ম করতে হবে।

অফারটি সকল প্রিপেইড ও টিউনপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ যত খুশি ততবার ক্রয় করা যাবে। গ্রাহকের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা করে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা অবস্থায়, ২০০ টাকা পর্যন্ত)। অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না। ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*২#। ১ জিবি ব্যবহার করা যাবে ৭ ঘন্টায় রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত।

নিয়মিত এই ধরনের গুরুত্তপুর্ন তথ্য (অফার) পেতে Techtunes এর সাথে নিয়মিত থাকুন। যদি কোন সমস্যা হয় টিউমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আগামী টিউনে, অন্য কোন বিষয়/ চমক নিয়ে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউয়ন করার জন্য সচেষ্ট থাকুন।

ধন্যবাদ টেকটিউনস এর সাথে থাকার জন্য।

মেতে  উঠুন প্রযুক্তির সুরে।

 

 

Level 2

আমি মোস্তফা মোস্তাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, মনে করিয়ে দেয়ার জন্য

এর চেয়ে তো ২ টাকায় ১০০ মেগাবাইট অফারটাই ভালো, *5000*156#

Vai ai tar mayed barano jabe ke !