এখন আপনার কম্পিউটার থেকেই GrameenPhone এর মোডেম ব্যবহার করে মোবাইলে Call এবং Balance Check করুন।

আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমার এই টিউন।

আমরা অনেকেই গ্রামীন ফোন এর ইন্টারনেট মোডেম ব্যবহার করি। GP Internet Modem ব্যবহার করার সময় আমাদের অনেক সময় Account Balance Check করার দরকার পরে। এবংঅনেক সময় প্রয়োজনের সময় কল করার দরকার পরে। কিন্তু সমস্যা হল GP মোডেম এর Default সফটওয়ার এর সাথে এই Functionগুলা থাকে না। তাই আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে আজকেহাজির হয়েছি। আশা করি ভাল লাগবে। গ্রামীন ফোনের মোডেম ব্যবহার করে কম্পিউটার থেকেসরাসরি কল করার জন্য এবং AccountBalance চেক করার জন্য আমার একটা সফটওয়্যার ব্যবহারকরতে পারেন।

আসুন দেখে নেই কাজটি কিভাবে করতে হবেঃ

১। প্রথমে নিচের লিঙ্ক থেকে GP USSD Activator Plugin সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

GP USSD Activator Plugin

 

২। এখন GrameenPhone Internet সফটওয়্যার টি Exit অথবা Close করুন।

৩। এখন উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা GP USSD Activator Plugin সফটওয়্যারটি ইন্সটল করুন। (প্রয়োজনে Instraction দেখে নিন।)

৪। এখন আবার ডেস্কটপ থেকে অথবা All Program থেকে GrameenPhone Internet সফটওয়্যারটি Open করুন।

***এখন দেখুন নিচের চিত্রের মত নতুন কিছু ফিচার যোগহয়েছে।

 

***দেখুন নিচের চিত্রে কল করার Option যোগ হয়েছে। এইখান থেকে আপনি Headphone ব্যবহার করে মোবাইলে কল করতে পারবেন।

***এইখানে নিচের চিত্রে দেখুন Account Balance চেক করার জন্য USSD নামেনতুন একটি Option যোগ হয়েছে।

সুতরাং আর দেরি না করে উপভোগ করুন গ্রামীন ফোন মোডেম থেকে সরাসরি Account Balance চেক এবং কল করার মজা।

সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলঃ

Download GP USSD Activator Plugin

Level 0

আমি আনোয়ার হসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা কি ZTE grameenphone এর মোডেম এ হবে? আমারটা আলাদা গ্রামিনফোনের মোডেম।

ভালতু ডাউনলোড হয় না

Level New

ZTE Modem e hobena may be. ata huawei er jonne

আমার grameenphone ZTE Modem কাজ হচ্ছে না।

আমার Grameenphone ZTE Modem কাজ হচ্ছে না।

One-click Download
Download instantly with your social network

কেন ভাই এরকম ডাউনলো লিঙ্ক , পুরাই তো ফালতু ,
আর ভাই এই সফট এ কি আপনি সফল ভাবে কানেক্ট করতে পারেছেন? জানি ভুয়া টিউন করেছেন, এই সফট আনেক আগেই ট্রাই করছি কাজ হয় না