আস সালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন।
আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ!
আর কথা না বাড়াই। মূল কথায় আসি।
বর্তমানে সাধারন ইন্টারনেট প্যাকেজের তুলনায় সোশ্যাল ইন্টারনেটের দাম অনেক অনেক কম।
সোশ্যাল ইন্টারনেট ফ্রিও পাওয়া যায় অনেক।
ব্যবহারের অভাবে অনেকেরই সোশ্যাল ইন্টারনেট নষ্ট হয়ে যায় প্রায়ই।
আশা করি আর নষ্ট করতে হবে না আর।
কারণ, আজকে যে ট্রিকস শেয়ার করছি তা পড়লেই বুঝবেন।
আগে প্রধান সিস্টেমটা বলি তারপর আনলিমিটেড সোশ্যাল ইন্টারনেট নেওয়ার সিস্টেমটা বলছি।
প্রথমেই প্রয়োজন UC Browser HD,
প্লে স্টোরে বর্তমানে খুঁজে পাবেন না এটা।
wap.ucweb.com থেকে UC Browser HD ডাউনলোড করুন।
এরপর ইন্সটল করুন।
এখন সিমে শুধু সোশ্যাল ইন্টারনেট রেখে UC browser HD দিয়ে ফেসবুকে প্রবেশ করুন। ব্রাউজার মেনুতে গিয়ে "রিকোয়েস্ট ডেস্কটপ সাইট" অন করুন।
তাহলে ফেসবুক অ্যাপের মতো পেজ পাবেন।
এখানে ইচ্ছেমতো ব্রাউজিং, ভিডিও দেখা সব করতে পারবেন।
কিন্তু অনেক সময় লাইভ ভিডিও দেখতে ইচ্ছে করে না। মনে হয় যদি ডাউনলোড করে রাখা যেতো তাহলে যে কোন সময় দেখা যেতো।
আর সেই ডাউনলোড যদি সোশ্যাল মেগাবাইট দিয়ে হয় তাহলে তো কথাই নেই!
হ্যাঁ, সে জন্যই আমার লিখা।
ফেসবুকে সার্চ করে প্রয়োজনীয় যেকোনো ভিডিও-ই পাওয়া যায় বর্তমানে।
সার্চ করার পর কাংখিত ভিডিও প্লে করুন অনলাইনেই। উপরের ডানপাশের কর্ণার থেকে ফুলস্ক্রিন ভিডিও অন করুন।
এরপর প্লে শুরু হলে একদম শেষে টেনে দিন। ভিডিও শেষ হবার এক সেকেন্ড আগেই লোডিং শুরু হবে এবং একটু পরেই স্ক্রিনে দেখাবে দুইটা অপশন। একটা অপশন বলবে "ফাইল ক্যাশ করে ডাউনলোড করুন" আরেকটা অপশন বলবে "অপেক্ষা করুন";
আপনি ফাইল ক্যাশ করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড শুরু হয়ে যাবে তখনই।
উল্লেখ্য যে, অনলাইনে ভিডিও প্লে করার সময় যে কোন সময়ই ডাউনলোড করার ঐ অপশন আসতে পারে। তবে একদম শেষে টেনে দিলে তাড়াতাড়ি পেয়ে যাবেন অপশনটি।
এভাবে সোশ্যাল মেগাবাইট খরচ করে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
পরবর্তীতে ডাটা অফ অবস্থায় ডাউনলোড করা ভিডিও দেখতে UC Browser HD তে প্রবেশ করে মেনু থেকে "My Videos" অপশনে গেলেই সেখানে ভিডিও গুলো পেয়ে যাবেন এবং অফলাইনে যে কোন সময়ই দেখতে পারবেন।
অন্য কোন প্লেয়ার দিয়ে দেখা যাবে না।
আর ব্রাউজারটি অানইন্সটল বা ডাটা ক্লিয়ার করবেন না।
ফেসবুকে গুরুত্বপূর্ণ ইসলামি ভিডিও সমূহ পাবেন- Muslims, Bangla Wax প্রভৃতি পেজ এ।
দেখবেন, আশা করি ভালো লাগবে।
এবারে আসছি আনলিমিটেড সোশ্যাল ইন্টারনেট কিভাবে পাবেন:
এজন্য GP সিম থেকে *৫০০০*৭৮# ডায়াল করলে ভ্যাটসহ মাত্র ১৮.২৬ টাকায় পাবেন GP-GP ৬০ মিনিট (২৪ ঘন্টা, ৩ দিন মেয়াদ) এবং ১জিবি ফ্রি সোশ্যাল ইন্টারনেট।
অর্থাৎ ভ্যাটছাড়া ২৫পয়সা প্রতি মিনিট কলরেটও পাওয়া হয়ে যাচ্ছে।
প্যাকটি যতবার খুশি কিনতে পারবেন।
মিনিট এবং ইন্টারনেটের মেয়াদ ইচ্ছেমতো বাড়াতে পারবেন ফ্লেক্সিপ্ল্যান দিয়ে।
আজ এ পর্যন্তই।
আমার ফেসবুক আইডি- http://www.facebook.com/arif.h.shahin
ফেসবুকে আমার একটি পেজ আছে।
ঘুরে আসতে পারেন। লিংক- www.facebook.com/Telenews
দোয়া করবেন আমার জন্য।
ভালো থাকুন সবাই।
আল্লাহ হাফিজ!
আমি আরিফ হোসেন শাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Very Sensitive..
Google chrome diye o hobe.