মেইল ঠিকানা ছাড়া মেইল করা।

অনেকদিন ধরেই ভাবছিলাম টেকটিউনস সম্পর্কে একটা পরিপূর্ণ টিউন করবো যেখানে টেকটিউনস এর সব কিছু থাকবে। কিন্তু সময়ের অভাবে আর টিউন করা হয়ে ওঠে নি। তাই আজ নিজেকে আর না সামলাতে পেরে টিউন লিখতে বসেই গেলাম।আপনারা সবাই এ সম্পর্কে জানেন কিন্তু যারা নতুন তাদের জন্যই মূলত আমি এই টিউনটি করেছি বললে বলতে পারেন। এই টিউনটিতে আমি টেকটিউনস এর খুটিনাটি, টিউন করার টিউটোরিয়াল, টেকটিউনস গ্রুপপেজ,টেকটিউনস ফানপেজ, সুবিধাসমূহ সমূহ ইত্যাদি ইত্যাদি বিষয় তুলে ধরবো। এবং সম্পূর্ণ আমার নিজের মন্তব্যে। তাহলে আসুন মহান আল্লাহর নামে টিউনটি শুরু করি।

India Ibibo মেইল ছাড়া মেইল করার একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে। আপনি মেইল ঠিকানা ছাড়া মেইল করতে পারবেন। এ জন্য http://www.Ibibo.com এ-তে একটি একাউন্ট খুলতে হবে। তারপর আপনার Ibibo মেইল থেকে মেইল করার সময় Compose ক্লিক করে From এর জায়গায় ক্লিক করে “undefined”<]]>> সিলেট করে দিন, তারপর মেইল সেন্ড করুন। দেখুন প্রাপক কোন প্রকার প্রেরকের মেইল ঠিকনা পাই নাই।

মেইল ঠিকানা ছাড়া মেইল করা।

Level 2

আমি লিটু সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.