Team Viewer নিয়ে আগেও কিছু টিউন ছিল। তবে কোনটাতেই আমি স্ক্রীন শট সহ বিস্তারিত পাইনি।
Team Viewer হচ্ছে এমন একটি সফটওয়ার যার সাহায্যে আপনি পৃথিবীর যে কোন স্থান থেকে যে কোন কম্পিউটার চালাতে পারবেন। শুধু কম্পিউটারটি চালু থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
এখন পাওয়া যাচ্ছে Team Viewer এর সর্বশেষ ভার্ষণ "New TeamViewer 6"
যার Non Commercial License একদম ফ্রী।
এটি কম্পিউটারে ইনস্টল না করেও ব্যবহার করতে পারবেন।
নিচে স্ক্রীন শট দেয়া হল
প্রখম ধাপঃ
দ্বিতীয় ধাপঃ
ইনস্টল করে ব্যবহার করেত চাইলে
তৃতীয় ধাপঃ
চতুর্থ ধাপঃ
পঞ্চম ধাপঃ
ষষ্ঠ ধাপঃ
সপ্তম ধাপঃ
Team Viewer চালু করার সাথে সাথে Remote Control এর নিচে Your ID তে ৯ সংখ্যার কোড এবং এ ৪ সংখ্যার একটি Password generate হবে।
যার কম্পিউটারে কাজ করতে চান Partner ID তে তার নম্বর বসাবেন এবং পরে সপ্তম ধাপের মত একটি উনন্ড খুলবে তাতে Partner কম্পিউটারের পাসওয়ার দিলেই কনেক্ট হয়ে যাবে।
ডাউনলোড করুন http://www.teamviewer.com/index.aspx
Portable : http://download.cnet.com/TeamViewer-Portable/3000-7240_4-75123213.html
বোনাস
"Windows 7" Pendrive থেকে Bootable করার ভিডিও টিউটোরিয়াল লিংক http://www.youtube.com/watch?v=oHjVqC0SHKA
আমি অর্থহীন জীবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 175 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই team Viewer -কে trust করি কেমনে?