টেক টিউনে আমি সম্পূর্ন নতুন এবং এটি আমার প্রথম টিউন কেউ যদি পূর্বে এই রকম টিউন করে থাকেন তবে আমি দুঃখিত। তবে আশা করি টিউনটি অন্য কোন টিউনের প্রতিরুপ হবে না।
আমি এখানে যে সফ্টওয়্যারটি দিয়েছি সেটি দিয়ে আপনি আপনার real ip hide করে হ্যাকারদের আক্রমন থেকে রক্ষা পেতে পারেন।
প্রথমে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন।
- ডাউনলোড করার পর ইনস্টল করুন।
- ইনস্টল করার পর Try বাটনে কিক করুন
- এবার Hide IP বাটনে কিক করে আইপি পরিবর্তন করুন।
- যেহেতু এইটি ট্রায়াল ভার্সন তাই আইপি হাইড করার পর অবশ্যই http://whatismyipaddress.com/ গিয়ে চেক করে নিবেন। যদি আপনার আসল আইপি প্রদর্শন করে তবে দয়া করে uninstall করে পুনরায় install করুন।
আপনি এই ট্রায়ালটি দিয়ে শুধুমাত্র কয়েকটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইপি ব্যবহার করতে পারবেন।
আপনি যদি Pro নিন তবে যে কোন দেশের আইপি ব্যবহার করতে পারবেন সে জন্য আপনাকে ১৪.৯৫ ডলার গুনতে হবে।
ধন্যবাদ।।
যারা বিটিসিএল এর ব্রডব্যান্ড ব্যবহার করছেন তাদের কাছে জানতে চাচ্ছি বিটিসিএল কি গ্রামীন, সিটিসেল বা বাংলালায়নের মতো চিটের দল? তারা যে স্পিড দেওয়ার কথা বলে ততটুকু কি পাওয়া যায়?
আমি মোঃ শাহ্ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 142 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিটিসিএল এর ব্রডব্যান্ড browsing স্পিড অনেক ভাল। Download স্পিড যা বলে তার থেকে মাঝে মধ্যে বেশী পাওয়া যায়। কিন্তু আমার সমস্যা হচ্ছে ওদের Ping Break 🙁 মাঝে মাঝে এত বেশী করে যে কি বলব। তবে আমার কিছু Friend বলছে তাদের Ping Break করে না। আমি বিটিসিএল এ কথা বলেছিলাম তারা বলল, এটা আমার এলাকার T&T Setup এ সমস্যা, T&T থেকে এটা ঠিক করলে আর Ping Break করবে না। তবে এই লাইন ব্যবহার করে ভালই আছি। কারন এদের browsing স্পিড অনেক ভাল।
আর ধন্যবাদ আপনার টিউন এর জন্য। 🙂