এবার অনলাইনে নিয়ে নিতে পারেন বিশ্ববিদ্যালয় ডিগ্রীটাও

ইন্টারনেট আজ আমাদের জীবনের একটি মৌলিক চাহিদার অংশ হয়ে উঠেছে। যার মূলে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ছোট-বড় চাহিদা বা কাজ আমরা সম্পন্ন করতে পারছি অনলাইনেই। তা হতে পারে অনলাইনে বাণিজ্য-কাজ বা অনলাইনে কেনা-কাটা কিংবা খবর-বিনোদন আর যোগাযোগের কথা নাই বললাম। তবে যার যেভাবে কাজে লাগুক না কেন আমরা কেউই কিন্তু অস্বীকার করতে পারব না (অন্তত এই টিউনের পাঠকরা) যে আমরা প্রতিদিনই আমাদের কিছু কাজ আনলাইনে সম্পন্ন করছি যা কয়েকবছর আগেও সম্পন্ন করতে পোহাতে হত বিভিন্ন জটিলতা। গত কয়েকবছরে আমাদের দেশে অনলাইনে যে ধরনের বিষয়গুলো মূলত উঠে এসেছে বা অনলাইনের ব্যাপক প্রসারের পেছনে যেটি সবচেয়ে বেশী কাজ করেছে তা হল মূলত শিক্ষাকেন্দ্রীক। এর মধ্যে অন্যতম আলোচিত হল অনলাইনে বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলপ্রকাশ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা। তবে আমাদের দেশে এর সম্প্রসারন প্রক্রিয়াধীন হলেও এখন বিশ্বের অনেক দেশে অনেক বিশ্ববিদ্যলয়ে একটি ক্যাম্পাসই থাকছে অনলাইনে যেখান থেকে আপনি ঘরে বসেই নিয়ে নিতে পারেন আপনার বিশ্ববিদ্যালয় ডিগ্রীটা। হূমম আজ এমন কিছু বিশ্ববিদ্যালয়েরই অনলাইন ক্যাম্পাসের সন্ধান দিতেই আমার এই টিউন। আর এই বিষয়টি নিয়ে টিউন করার প্রাথমিক আইডিয়াটা পেয়েছি টিউনার কামরুল হাসিবের অনলাইন এডুকেশন ব্লগ  educuss.com থেকে।  তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি তার ও তার ব্লগের প্রতি। যাইহোক এবার শুরু করি মূল বিষয়।

ইউনিভার্সিটি অফ ফিনিক্স

আ্যশফোর্ড ইউনিভার্সিটি

আমেরিকান ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটি

লিবার্টি ইউনিভার্সিটি

এভারেস্ট ইউনিভার্সিটি

রাসমুসিন কলেজ

ভার্জিনিয়া কলেজ অনলাইন

ক্যাপলান ইউনিভার্সিটি

কলার্ডো টেকনিক্যাল ইউনিভার্সটি

সেন্ট লিও ইউনিভার্সিটি

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার উদ্দ্যেগ (শিক্ষাবিষায়ক)গুলো ভালই লেগেছে।তো আপনি কোনটায় ভর্তি হয়েছেন জানাবেন কিন্তু

    আমি আসলে খবরগুলো জানছি মূলত নিজের জন্যই। আমার বিএসসি প্রায় শেষের দিকে, মাষ্টার্সের জন্য দেশের বাইরে যেতে না পারলে ইচ্ছা আছে ফোনিক্স বা অ্যাশফোর্ডে ভর্তি হবার।

শাকিল প্রথমেই আপনার এই টিউন করার উদ্যোগ কে সাধুবাদ জানাই। এরকম কিছুটা আমিও জানতাম কিন্তু যেহেতু আপনি টিউন করেছেন তাই আর ও একটু বিস্তারিত আশা করেছিলাম। যেমন টিউশন ফি, পরীক্ষা পদ্ধতি, সময়কাল ইত্যাদি আর কি,
যাই হোক আবারও ধন্যবাদ

    আমিও চেয়েছিলাম আরো কিছু লিখতে তবে প্রতিটিতেই আছে অনেক বিষয় আর বিভিন্ন নিয়ম যা স্বাভাবিকভাবেই সব বিশ্ববিদ্যালয়ে থাকে। আমার কাছে মনে হল আমি বলার চেয়ে যদি আপনারা লিংকে ক্লিক করে দেখে নেন সেটাই ভাল হবে এজন্যই আমি কিছু লিখিনি শুধু চেয়েছি ভাল কিছু বিশ্ববিদ্যালয়ের সন্ধান দিতে।

Level 0

আরো বিস্তারিত হলে ভাল হত,,,,,,,,,,,,,,,,,,,তারপরও ধন্যবাদ।

    অনেক বিষয় আর বিভিন্ন নিয়ম থাকার কারনে আমার কাছে মনে হল আমি বলার চেয়ে যদি আপনারা লিংকে ক্লিক করে দেখে নেন সেটাই ভাল হবে এজন্যই আমি কিছু লিখিনি শুধু চেয়েছি ভাল কিছু বিশ্ববিদ্যালয়ের সন্ধান দিতে। ধন্যবাদ।

Level 0

Hey shakil vy Aro bistarito jante chai.
Thanks brooooooooooooooooooo

ধন্যবাদ টিউনটির জন্য ।

ভালো টিউন। তবে ফোনিক্স হবেনা উচ্চারন টা হবে ফিনিক্স। দয়া করে কারেক্ট করে দিন।

শাকিল ভাই কোর্স ফি এর ব্যাপারে কিছু আপডেট দিবেন বলে আশা রাখি!

    আপনি যখন বলেছেন তখন তো দিতেই হয়, ধন্যবাদ মন্তব্যের জন্য

গুরুত্বপূর্ন তথ্য, যা অনেকেই খুঁজছিল বলে আমার মনে হয়।(আমিও খুঁজছিলাম) ……. অনেক ধন্যবাদ, শাকিল ভাই
আরো ধন্যবাদ আামার সাইট টি শেয়ার করার জন্য

    হূমম… আপনাকেও ধন্যবাদ
    আর ভিজিটর কেমন পাইলেন জানাইয়েন 😉

অনেক ধন্যবাদ ভাই।

অনেক ভাল একটা টিউন,
অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।,
কিন্তু শিক্ষাগত যোগ্যতার কারনে আমার আর ভর্তি হওয়া হলোনা।

ভালো লাগলো সামনে এগিয়ে যান………
আপনাকে ধন্যবাদ……………….।

Level 0

H.S.C পাশ করার পর কি কোন অনলাইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় কি না? জানা থাকলে জানাবেন উপকৃত হব।
রাসেল
[email protected]

রাইট করা সিডি হার্ডডিকসে কপি হবেনা
কপি প্রটেকট করার কোন পদ্ধতি কারো জানা আছে
জানলে please অওয়াজ দিন ।বিশাল উপকার হবে। [email protected]

Level 0

শাকিল ভাই অনেক উপকার হইল
আপনাকে অনেক ধন্যবাদ।

শাকিল ভাই আপনি আমার লাইফ আর ফাস্ট ব্লগ টিচার….আর সব চেয়ে প্রিয় টিউনার…EARNHELP.com আমার একটা প্রিয় সাইট…আপনার সাথে লাইভ একবার কথা বলার ইচ্ছা আমার আছে…দোয়া করবেন যেন ভালো মানের ব্লগার হতে পারি…ঠিক আপনার মত…আমি একটা সাইট তৈরী করছি পারলে একটু দেখে আশির্বাদ করবেন http://www.bangla-poets.co.cc

আমি facebook ও আপনার friend

Level 0

H.S.C পাশের পর ভর্তি হওয়া যায় এমন কিছু বিশ্ববিদ্যালয়ের নাম ও ওয়েব Address জানাতে পারেন। আশা করি সেই টিউনটিও অনেকেরই উপকারে আসবে।