ইন্টারনেট আজ আমাদের জীবনের একটি মৌলিক চাহিদার অংশ হয়ে উঠেছে। যার মূলে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ছোট-বড় চাহিদা বা কাজ আমরা সম্পন্ন করতে পারছি অনলাইনেই। তা হতে পারে অনলাইনে বাণিজ্য-কাজ বা অনলাইনে কেনা-কাটা কিংবা খবর-বিনোদন আর যোগাযোগের কথা নাই বললাম। তবে যার যেভাবে কাজে লাগুক না কেন আমরা কেউই কিন্তু অস্বীকার করতে পারব না (অন্তত এই টিউনের পাঠকরা) যে আমরা প্রতিদিনই আমাদের কিছু কাজ আনলাইনে সম্পন্ন করছি যা কয়েকবছর আগেও সম্পন্ন করতে পোহাতে হত বিভিন্ন জটিলতা। গত কয়েকবছরে আমাদের দেশে অনলাইনে যে ধরনের বিষয়গুলো মূলত উঠে এসেছে বা অনলাইনের ব্যাপক প্রসারের পেছনে যেটি সবচেয়ে বেশী কাজ করেছে তা হল মূলত শিক্ষাকেন্দ্রীক। এর মধ্যে অন্যতম আলোচিত হল অনলাইনে বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলপ্রকাশ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা। তবে আমাদের দেশে এর সম্প্রসারন প্রক্রিয়াধীন হলেও এখন বিশ্বের অনেক দেশে অনেক বিশ্ববিদ্যলয়ে একটি ক্যাম্পাসই থাকছে অনলাইনে যেখান থেকে আপনি ঘরে বসেই নিয়ে নিতে পারেন আপনার বিশ্ববিদ্যালয় ডিগ্রীটা। হূমম আজ এমন কিছু বিশ্ববিদ্যালয়েরই অনলাইন ক্যাম্পাসের সন্ধান দিতেই আমার এই টিউন। আর এই বিষয়টি নিয়ে টিউন করার প্রাথমিক আইডিয়াটা পেয়েছি টিউনার কামরুল হাসিবের অনলাইন এডুকেশন ব্লগ educuss.com থেকে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি তার ও তার ব্লগের প্রতি। যাইহোক এবার শুরু করি মূল বিষয়।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার উদ্দ্যেগ (শিক্ষাবিষায়ক)গুলো ভালই লেগেছে।তো আপনি কোনটায় ভর্তি হয়েছেন জানাবেন কিন্তু