গ্রামীনফোনে মাত্র ২৯ টাকায় ২জিবি ইন্টারনেট

বরতমানে বাংলাদেশে   মোবাইল ফোন কোম্পানির যে সকল ইন্টারনেট  প্য্যকেজ আছে, সেগুলো কোনটাই মুভি, নাটক, গান, গেমস ইত্যাদি  বড় আকারের ফাইল ডাউনলোড এর জন্য সাশ্রয়ী নয়।

আমি সাধারনত বাসায় ব্রডব্যন্ড ইন্তেরনেট ইউজ করি।। যেখানে  গতি এবং ভলিউম কোনটাই সমস্যা  নয়।। কিন্তু রমজানে গ্রামের বারী আসায় ইন্টারনেট গতি  অনেক স্লোও (  রবি, এয়ারটেল)  এবং  ১ গিবি নেট নিলে  মাত্র  ২- ৩ দিনেই সব সেশ 🙁

অথছ গ্রামেও পূর্ণ ব্রডব্যান্ড স্পীড এর স্বাদ পাই গ্রামীন ফোন ৩জিতে।

গতকাল  হটত  এক অফার পেয়ে রিতিমত চমক।  রমজান উপলখে   ২ জিবি ইবন্টারণেট,    তাও  আবার  মাত্র   ২৯ টাকায়।

 

 

অবিশ্বাস্য হলেও সত্য। আমি নিজে  ইউজ করেছি।

আপনি এই অফারের আউতাভুক্ত কিনা চেক করে নিন  > এখান থেকে

 

শপীড?  সাভাবিক গ্রামীনফোনের ৩জি স্পীড ই পাবেন। তাই আর দেরি কেন ?  আজি নিয়ে  নিন  আর ডাউনলোড করুন আপনার ইচ্ছে মত 🙂

🙂

 

১ টি জরুরি টিপস ঃ   যারা  ইন্টারনেট  এর গতি কম পাচ্ছেন ৩জি এর কম সিগ

নালের  কারনে ।  তারা  ওয়াইফাই রাউটার / মডেম  অথবা  আপনার  ফোনটি কোন   এলুমিনিয়াম এর    প্লেট বা অন্য কিছুর উপর রেখে দেখুন। অনেক ভাল স্পীড পাবেন।    বাজারে বড় মুদি দোকানে এলুমিনিয়াম ফয়েল পেপার পাবেন, সেটা দিয়েও ভালো স্পীড পাবেন। আমি নিজে ব্যবহার করে এর ফল পেয়েছি।।

আজ এটুকুই। ভাল লাগলে আমার ব্লগ তোমার কথা থেকে  ঘুরে আসুন। ধন্যবাদ।

 

Level 0

আমি ইমামুল করিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি অ্যালোমিনিয়াম কারেন্টের তার ব্যবহার করলাম কিন্তু কোনো কিছুর পরিবর্তন পেলাম না।