সবাইকে শুগেচ্ছা জানিয়ে আজকের টিউনটি শুরু করছি।কোন ভুল-ত্রুটি হলে দয়া করে ছোট হিসেবে ক্ষমা করে দিয়েন। 🙂 আর এমন টিউন আগে কেউ করে থাকলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।কারণ,একই টিউন বারবার করা সম্পূর্ণ অপ্রয়জনীয়।যা হোক,এবার সরাসরি টিউনে চলে আসা যাক!
BDIX এর পূরনরূপ হলো 'Bnagladesh Internet Servics Exchage.' এর মাধ্যমে আপনি সহজেই অনেক বড় সাইজের এইচডি মুভি বা ফাইলও সুপার স্পিডে ডাউনলোড করতে পারবেন।এটি মূলত এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন।
আরো ভালোভাবে উদাহরণের মাধ্যমে বলতে গেলে,ধরুন আপনি ডাউনলোড করার সময় সাধারণ সময়ে ১৫০-২০০ কেবিপিএস স্পিড পান;কিন্তু BDIX Server এর সাইট থেকে ডাউনলোডের সময় স্পিড পাবেন আরো অনেক বেশি!এ স্পিড ১ থেকে ২০ এম্বিপিএস পর্যন্তও হতে পারে!তবে হ্যা,এজন্য অবশ্যই আপনার ISP এর BDIX Connectivity থাকতে হবে।
BDIX এর বিষয়টা অনেকটা এই ইমেজের মতো।
এখন আপনাদের আমি দিচ্ছি কিছু বিডিয়াইএক্স server এর লিস্ট। আমার এর মধ্যে vdobite.com টা ভালো লাগছে।তবে সবগুলো সাইটই বেশ ভালো।
BDIX মুভি সার্ভারঃ
TV
FTP সার্ভার
টরেন্ট সার্ভারঃ
ধন্যবাদ।আজ এতটুকুই।কোন সমস্যা হলে টিউনমেন্ট তো আছেই।
তাছাড়া, ফেসবুকে আমি Shahriar NiHAL, Shahriar NiHAL (Page)
আমি শাহরিয়ার নিহাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi There!This Is Me,Shahriar NiHAL!I'm Very Glad To Have Tunership Here On Techtunes!I'm A School Student From Bangladesh.& I Think I'm A Genious! :P Pls Visit http://www.shahriarnihal.blogspot.com/ Visit My Entertainment Site: Best Toons Network http://largesttoonnetwork.blogspot.com
nice collection bro keep going on see this video:
https://www.youtube.com/watch?v=ZrJl5T_uM6g